৩১ জানুয়ারির মধ্যে ঢাকার সব বাস ই-টিকিটিংয়ের আওতায় আসবে

ই-টিকিটিং
ই-টিকিটিং  © সংগৃহীত

আগামী ৩১ জানুয়ারির মধ্যে ঢাকার সব গাড়ি ই-টিকিটিংয়ের আওতায় আসবে বলে জানিয়েছেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্লাহ।

শনিবার (১২ নভেম্বর) রাজধানীতে গণপরিবহনে ই-টিকিটিং পদ্ধতি চালুর বিষয়ে ঢাকা সড়ক মালিক সমিতির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

এনায়েত উল্লাহ বলেন, রোববার (১৩ নভেম্বর ) থেকে মিরপুর রুটে রুটে চলাচলকারী ৩০টি কোম্পানির বাস ই-টিকিটিংয়ের আওতায় আসবে এবং ৩১ জানুয়ারির মধ্যে ঢাকার সব গাড়িতে ই-টিকিটিং চালু করা হবে। 

আরও পড়ুন: ইউএস-বাংলা এয়ারলাইন্সে চাকরি, পাবেন ইনস্যুরেন্সসহ বার্ষিক বিভিন্ন ভাতা।

এ সময় তিনি জানান, ঢাকার ও চট্টগ্রামের শহরতলীসহ মোট ৯৭টি কোম্পানির গাড়ি ২৮ ফেব্রুয়ারির মধ্যে ই-টিকিটিংয়ের আওতায় আসবে।

ই-টিকিটিংয়ের আওতায় সবাইকেই আসতে হবে জানিয়ে এনায়েত উল্লাহ বলেন, ই-টিকিটিংয়ে অসম প্রতিযোগিতা থাকবে না। চুক্তিভিত্তিক গাড়ি চলাচল বন্ধ হবে। পরিবহন শ্রমিকরা বেতন সিস্টেমের আওতায় চলে আসবেন।

এছাড়া যত্রতত্র গাড়ি থামানো এবং প্রতিযোগিতা বন্ধে সেন্ট্রাল মনিটরিং সেল গঠন করা হবে বলেও জানান তিনি।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence