শিক্ষা ছুটি নিয়ে যুক্তরাষ্ট্রে যাওয়া অতিরিক্ত পুলিশ সুপারকে অব্যাহতি দিল সরকার

উৎপল দত্ত
উৎপল দত্ত  © ফেসবুক একাউন্ট থেকে

ছুটি নিয়ে যুক্তরাষ্ট্রে পড়তে যাওয়া বিসিএস (পুলিশ) ক্যাডারের এক পুলিশ কর্মকর্তার চাকরি থেকে অব্যাহতি দিয়েছে সরকার। তার নাম উৎপল দত্ত। অতিরিক্ত পুলিশ সুপারের পদে থাকা এই কর্মকর্তা পুলিশ সদর দপ্তরে কর্মরত ছিলেন।

পাঁচ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর পাঠানো নিয়ে আলোচনার মধ্যেই এই পুলিশ কর্মকর্তার চাকরি থেকে ইস্তফার খবর এল।

উৎপলের চাকরিচ্যুতির প্রজ্ঞাপন গত ৩১ অক্টোবর স্বাক্ষর হলেও পাঁচ দিন পর আজ রবিবার তা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের ওয়েবসাইটে তোলা হয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব সিরাজাম মুনিরা স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়, বিসিএস (পুলিশ) ক্যাডারের কর্মকর্তা উৎপল দত্তকে (মার্কিন যুক্তরাষ্ট্রে লিয়েনে কর্মরত) ২৬ মার্চ, ২০২২ থেকে চাকরি থেকে ‘ইস্তফা প্রদান করা হল।

তবে মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত প্রজ্ঞাপন/পরিপত্রের সূচিতে এই প্রজ্ঞাপনের শিরোনাম ছিল- “জনাব উৎপল দত্ত, অতিরিক্ত পুলিশ সুপার, ঢাকাকে চাকরি হতে বরখাস্ত প্রদান।”

উৎপল দত্ত শিক্ষা ছুটি (লিয়েন) নিয়ে যুক্তরাষ্ট্রে পড়তে গিয়েছিলেন বলে তার সহকর্মীরা জানিয়েছেন। উৎপলের ফেসবুক একাউন্টে দেখা যায়, তিনি ইউনিভার্সিটি অব টেক্সাসে পড়াশোনা সম্পন্ন করেছেন।

উৎপল বুয়েট থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ডিগ্রিধারী। ২৮তম বিসিএসে উত্তীর্ণ হয়ে তিনি পিডব্লিউডিতে প্রকৌশলী হিসেবে যোগ দেন। ২০১০ থেকে ২০১২ সাল পর্যন্ত ওই সরকারি চাকরি করেন তিনি। 

পরে ৩০তম বিসিএস পরীক্ষা দিয়ে তাতে উত্তীর্ণ হয়ে তিনি ২০১২ সালে যোগ দেন পুলিশে। ২০১৬ থেকে ২০১৮ সাল পর্যন্ত তিনি ঢাকা মহানগর পুলিশে ছিলেন, এরপর যোগ দেন পুলিশ সদর দপ্তরে।

সম্প্রতি সরকার পাঁচ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠায়। তা নিয়ে বেশ আলোচনা চলছিল। পরে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাংবাদিকদের বলেন, কাজের দক্ষতা ও দেশপ্রেমের ঘাটতি থাকায় ওই কর্মকর্তাদের অবসরে পাঠানো হয়েছে।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence