‘শিক্ষার্থীদের দক্ষ করে বিদেশিদের ওপর নির্ভরশীলতা কমাতে হবে’

শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী
শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী  © ফাইল ছবি

শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী বলেছেন, আমাদের শিক্ষার্থীদের সারা বিশ্বে ছড়িয়ে দিতে হবে। তাদের বিশ্ব নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। দেশের কর্মক্ষেত্রের বিশাল অংশ বিদেশি নাগরিকরা দখল করে আছে। আমাদের শিক্ষার্থীদের দক্ষ করে বিদেশিদের ওপর নির্ভরশীলতা কমাতে হবে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) হিসাববিজ্ঞান বিভাগের দুই দিনব্যাপী সুবর্ণজয়ন্তী উদ্বোধনের আগে শুক্রবার তিনি এই বক্তব্য তুলে ধরেন। নগরীর এম এ আজিজ স্টেডিয়াম সংলগ্ন জিমনেসিয়াম মাঠে বিকেল ৫টায় অনুষ্ঠানের উদ্বোধন করেন শিক্ষা উপমন্ত্রী।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হিসাববিজ্ঞান বিভাগের প্রথম ব্যাচের শিক্ষার্থী অধ্যাপক ড. কাজী আহমেদ নবী, চবি হিসাববিজ্ঞান সমিতির সভাপতি অধ্যাপক ড. সুলতান আহমেদ, এমবিএ অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ আবু সাঈদ চৌধুরী, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক মো. হেলাল উদ্দীন নিজামী, হিসাববিজ্ঞান বিভাগের সভাপতি ড. মো. আইয়ুব ইসলাম প্রমুখ।

উৎসব উপলক্ষে এম এ আজিজ স্টেডিয়ামে জড়ো হন চবি হিসাববিজ্ঞান পরিবারের হাজারো সাবেক-বর্তমান শিক্ষক-শিক্ষার্থী। ৫০টি ব্যাচের প্রায় সাড়ে ৪ হাজার জন এতে অংশ নেন। শুক্রবার সুবর্ণজয়ন্তী উদ্বোধন শেষে বিভাগের বর্তমান শিক্ষার্থী ও অ্যালামনিদের অংশগ্রহণে এক বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। নবীন-প্রবীণের এই মিলনমেলায় স্মৃতিকাতর হয়ে পড়েন সাবেক শিক্ষার্থীরা। ১৭তম ব্যাচের দুই বন্ধু আনোয়ারুল ইসলাম ও সমীরণ কান্তি দত্ত জানান, দীর্ঘদিন পর দেখা করতে পেরে খুব খুশি তাঁরা।

আজ দ্বিতীয় দিনের উৎসব চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে সকাল ৯টায় শুরু হবে। এতে প্রধান অতিথি থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence