ইসলামিক ফাউন্ডেশন © লোগো
ঢাকার সেহরি ও ইফতারের সময়সূচি প্রকাশ করেছে ইসলামিক ফাউন্ডেশন। চাঁদ দেখার উপর নির্ভর করবে এ সময়সূচি। আগামী ১৯ ফেব্রুয়ারি প্রথম সম্ভাব্য রোজার সেহরির শেষ সময় ভোর ৫টা ১২ মিনিট ও ইফতারির সময় ৫টা ৫৮ মিনিট।
আজ মঙ্গলবার (২০ জানুয়ারি) ইসলামিক ফাউন্ডেশনের দীনী দাওয়াহ ও সংস্কৃতি বিভাগের পরিচালক ড. মোহাম্মদ হারুনুর রশীদ দ্য ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য নিশ্চিত করেছেন।

ইসলামিক ফাউন্ডেশন জানায়, যেটি সেহরির শেষ সময় সেটিই মূলত সালাতুল ফজরের শুরু সময়। কিন্তু যেহেতু এই সময়সূচিটি পুরো জেলার জন্য প্রস্তুত করা হয়েছে, আর জেলার এক প্রান্ত থেকে আরেক প্রান্তের সময়ের মাঝে ব্যবধান হয়ে থাকে, তাই পুরো জেলার জন্য একটি সময়সূচি প্রস্তুত করতে এ পদ্ধতি অবলম্বন করতে হয়েছে যে, সেহরির জন্য জেলার পূর্ব প্রান্তের সুবহে সাদিকের সময় (সেকেন্ড বাদ দিয়ে) উল্লেখ করা হয়েছে।
ফজরের আযানের জন্য জেলার পশ্চিম প্রান্তের সুবহে সাদিকের সময় (সেকেন্ডকে পূর্ণ মিনিট করে) উল্লেখ করা হয়েছে এবং ইফতারের জন্য জেলার পশ্চিম প্রান্তের সূর্যাস্তের সময় (সেকেন্ডকে পূর্ণ মিনিট করে) উল্লেখ করা হয়েছে বলেও জানায় ইসলামিক ফাউন্ডেশন।