সাজেকে পাহাড় ধসে সড়ক যোগাযোগ বন্ধ, আটকা হাজারো পর্যটক

সড়ক পরিষ্কারের কাজ চলছে
সড়ক পরিষ্কারের কাজ চলছে  © সংগৃহীত

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার নন্দারাম নামক স্থানে পাহাড় ধসে মেঘের রাজ্যখ্যাত সাজেকের সঙ্গে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে। এতে দুই পাশে আটকা পড়েছেন কয়েক হাজারো পর্যটক।

বুধবার (০৫ অক্টোবর) সকালে ভারী বৃষ্টিপাতের কারণে পাহাড় ধসের ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার রুমানা আক্তার।

রুমানা আক্তার জানিয়েছেন, সাজেক যাওয়ার পথে নন্দারাম নামক স্থানে পাহাড় ধসে পড়াতে আপাতত সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। মঙ্গলবার রাতে ভারী বর্ষণের কারণে পাহাড় ধসে গেছে। খবর পাওয়ার কিছুক্ষণ পরেই সড়কের মাটি সরানোর জন্য ২০-ইসিবি কাজ শুরু করেছে।

আরও পড়ুন: ত্রিদেশীয় সিরিজ ‘বাংলা ওয়াশ’র ট্রফি উন্মোচন।

তিনি আরও বলেন, সাজেক এলাকায় প্রায় ২ হাজার পর্যটক অবস্থান করছেন। প্রবেশের জন্য আরও প্রায় ৩ হাজার পর্যটক পথে আটকে আছে। ইতোমধ্যে সড়ক পরিষ্কারের কাজ শুরু হয়েছে। দুপুরের পরই যান চলাচল স্বাভাবিক হবে বলে আশা করছি।

সাজেক কটেজ মালিক সমিতির সভাপতি সুপর্ন দেব বর্মন জানান, সকালে পাহাড় ধসের ঘটনা আমরা জানতে পেরেছি। সাজেক এলাকায় প্রায় ছোট বড় মিলে ২০০ গাড়ি রয়েছে। যা গতকাল এসেছিলো। আজ সকালে অনেকের চলে যাওয়ারও কথা ছিল। কিন্তু গাড়ি চলাচল বন্ধ থাকায় এখন সবাই আটকে আছে। আমাদের এখানে ১১২টি কটেজ আছে। সব মিলে প্রায় ৪ হাজার পর্যটক থাকতে পারেন বলে জানিয়েছেন তিনি।


সর্বশেষ সংবাদ

X
APPLY
NOW!