ছেলেকে কোচিংয়ে দিতে গিয়ে লাশ হলেন বাবা
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২২, ০৩:৪০ PM , আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২২, ০৩:৪০ PM
নাটোরে ট্রেনে কাটা পড়ে সমীর কুন্ডু (৪৫) নামে এক স্বাস্থ্য-কর্মীর মৃত্যু হয়েছে। ছেলেকে কোচিংয়ে নিয়ে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হন সমীর।
শনিবার (১০ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে নাটোর রেলওয়ে স্টেশনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সমীর কুন্ডু শহরের কাপুড়িয়াপট্টি মহল্লার মৃত তারকেশ্বর কুন্ডুর ছেলে। তিনি পরিবার পরিকল্পনা বিভাগে হালসা কেন্দ্রে স্বাস্থ্য পরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন। সমীর কুন্ডু সাবেক ফুটবলারও ছিলেন।
স্টেশন মাস্টার রেজাউল মল্লিক বলেন, রাজশাহী থেকে চিলাহাটিগামী আন্তঃনগর তিতুমীর এক্সপ্রেস ট্রেনটি সকাল ৭টা ৫৮ মিনিটে নাটোর স্টেশনে পৌঁছায়। এরপর ৮টার দিকে ট্রেনটি স্টেশন থেকে ছেড়ে যায়। পরে স্থানীয়রা ১নং প্ল্যাটফর্মের লাইনে শরীর থেকে মাথা বিচ্ছিন্ন অবস্থায় সমীর কুন্ডুর মরদেহ দেখতে পান।
আরও পড়ুন: ছাত্রীদের আত্মহত্যার প্রবণতা বেশি
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও রেলওয়ের কর্মকর্তারা ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করেন। বিষয়টি সান্তাহার জিআরপি পুলিশকে জানানো হয়েছে। তারা এসে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।
স্টেশন মাষ্টার আরও বলেন, সকালে ছেলেকে কোচিং ক্লাস করাতে নিয়ে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হন সমীর কুন্ডু। এরপর পুলিশের মাধ্যমে পরিবারের লোকজন জানতে পারেন ট্রেনের নিচে কাটা পড়ে মারা গেছেন তিনি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সমীর কুন্ডু আত্মহত্যা করেছেন।