ভাঙল নায়িকা মাহির পাঁচ বছরের সংসার

২৩ মে ২০২১, ১১:৫০ AM
পারভেজ মাহমুদ অপু ও মাহিয়া মাহি

পারভেজ মাহমুদ অপু ও মাহিয়া মাহি © সংগৃহিত

বেশ কয়েকবার ভাঙনের গুঞ্জন উঠলেও এবার তা সত্যি হলো। ভেঙে গেল চিত্রনায়িকা মাহিয়া মাহির পাঁচ বছরের সংসার। নায়িকা নিজেই গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

শনিবার (২২ মে) দিবাগত রাতে স্বামীর সঙ্গে বিচ্ছেদের বিষয়টি স্পষ্ট করে স্ট্যাটাস দেন মাহি।

সেখানে মাহি লিখেছেন, ‘এই পৃথিবীর সবচেয়ে ভালো মানুষটার সাথে থাকতে না পারাটা অনেক বড় ব্যর্থতা।’

তিনি আরও লেখেন, ‘পৃথিবীর শ্রেষ্ঠ শ্বশুরবাড়ির মানুষগুলোকে আর কাছ থেকে না দেখতে পাওয়াটা, বাবার মুখ থেকে মা জননী, বড় বাবার মুখ থেকে সুনামাই শোনার অধিকার হারিয়ে ফেলাটা সবচেয়ে বড় অপারগতা। আমাকে মাফ করে দিও। তোমরা ভালো থেকো। আমি তোমাদের আজীবন মিস করবো।’

মাহি আরও লেখেন, ‘আমাকে মাফ করে দিও। তোমরা ভালো থেকো। আমি তোমাদের আজীবন মিস করব।’

এ পোস্ট নিয়ে জানতে চাইলে মাহি গণমাধ্যমে তার ডিভোর্সের সত্যতা নিশ্চিত করেন। তবে কী কারণে এ বিচ্ছেদ- এ ব্যাপারে মুখ খোলেননি মাহি। জানাননি কবে নিয়েছেন এ সিদ্ধান্ত। তবে তার অনুরোধ নেতিবাচক কোনো কিছু আলোচনায় না আনতে। তিনি চান প্রাক্তন স্বামী ও শ্বশুরবাড়ির প্রতি পরস্পরের সম্মানবোধটা বাঁচিয়ে রাখতে চান।

প্রসঙ্গত, ২০১৬ সালের ২৫ মে সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুকে বিয়ে করেছিলেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। বেশ সুখী দম্পতি হিসেবেই পরিচিত ছিলেন তারা। যদিও বেশ কয়েকবার ভাঙনের গুঞ্জন উঠেছে। প্রতিবারই স্বামীর সঙ্গে রোমান্টিক ছবি কিংবা স্ট্যাটাসে সেসব গুঞ্জন উড়িয়ে দিয়েছেন মাহি। অবশেষে সেসব গুঞ্জন সত্যি করে দাম্পত্য জীবনের পাঁচ বছরের মাথায় আলাদা হয়ে গেলেন তারা।

ওসমান হাদি খুনের সঙ্গে রাষ্ট্রযন্ত্র জড়িত, এই চার্জশিট মান…
  • ০৭ জানুয়ারি ২০২৬
শীতের তীব্রতা কবে কমবে, জানাল আবহাওয়া অফিস
  • ০৭ জানুয়ারি ২০২৬
রাতের আঁধারে অবৈধভাবে মাটি উত্তোলন, দেড় লাখ টাকা জরিমানা
  • ০৭ জানুয়ারি ২০২৬
১৫ জানুয়ারির পর যৌথ বাহিনীর অভিযান জোরদার হবে: ইসি সানাউল্ল…
  • ০৭ জানুয়ারি ২০২৬
রাজধানীতে বিদেশি অস্ত্রসহ ৪ সন্ত্রাসী গ্রেপ্তার
  • ০৭ জানুয়ারি ২০২৬
ন্যায় বিচারের আশায় আজও দিন গুনছে পরিবার
  • ০৭ জানুয়ারি ২০২৬