এক দশক পর ‘ওয়ান ডিরেকশন’-এ ফিরছেন জায়ান মালিক
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৫, ০৯:০৪ PM
আলোচিত ব্রিটিশ ব্যান্ড ‘ওয়ান ডিরেকশন’-এর মাধ্যমে বিশ্বজুড়ে পরিচিতি পাওয়া গায়ক জায়ান মালিক এক দশক পর আবার ব্যান্ডে ফিরছেন। ২০১৫ সালে একক ক্যারিয়ারে মনোযোগ দেওয়ার কারণে ব্যান্ড ত্যাগ করেছিলেন তিনি। দীর্ঘদিন ধরেই ভক্তরা তার ফেরার অপেক্ষায় ছিলেন, এবং এবার তাদের জন্য সুখবর জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সান।
সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, জায়ানকে ব্যান্ডের কোম্পানি পিপিএম মিউজিক লিমিটেডে পুনরায় পরিচালক হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। ব্যান্ডের সাবেক সদস্য লিয়াম পেইনের মৃত্যুর পর জায়ান তার প্রাক্তন ব্যান্ডমেটদের সঙ্গে পুনরায় যোগাযোগ স্থাপন করেছেন, যা ফেরার ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে।
৩ নভেম্বর কোম্পানি হাউসে জমা দেওয়া নথিতে দেখা গেছে, জায়ানকে পিপিএম মিউজিক লিমিটেডের একজন সক্রিয় পরিচালক হিসেবে নিযুক্ত করা হয়েছে। নথিতে তাকে গুরুত্বপূর্ণ নিয়ন্ত্রণক্ষমতাসম্পন্ন ব্যক্তি হিসেবে উল্লেখ করা হয়েছে, যা কোম্পানির ওপর তার প্রভাবের কথা প্রকাশ করছে।
ব্যান্ডটির এক সূত্র দ্য সানকে বলেছেন, এটি সত্যিই দারুণ মুহূর্ত। লিয়াম পেইনের হৃদয়বিদারক মৃত্যু সবাইকে আবার একত্রিত করেছে। দুঃখজনকভাবে এই পুনর্মিলনের সবচেয়ে বড় সমর্থক ছিলেন লিয়াম নিজেই।
উল্লেখ্য, লিয়াম পেইন গত বছরের অক্টোবরে আর্জেন্টিনার বুয়েনস আইরেসে একটি হোটেলের চারতলা থেকে পড়ে মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর পর ওয়ান ডিরেকশনের জীবিত চার সদস্য জায়ান মালিক, হ্যারি স্টাইলস, লুই টমলিনসন এবং নাইল হোরান তাকে শ্রদ্ধা জানাতে একত্রিত হয়েছিল।