আমরা ভেবেই নিয়েছি বড় শিল্পী-সাহিত্যিক-দার্শনিক মানেই সৎ মানুষ

১৩ মার্চ ২০২২, ১০:০৫ PM
তসলিমা নাসরিন

তসলিমা নাসরিন © টিডিসি ফটো

রোমান পোলান্সকি আমার প্রিয় পরিচালকদের মধ্যে অন্যতম। উডি অ্যালেনও। রোমান পোলান্সকি ১৪ বছর বয়সী একটি মেয়েকে ধর্ষণ করেছিলেন, সে কারণে তাঁর বিরুদ্ধে আমেরিকায় মামলা হয়েছে, তিনি পালিয়েছেন আমেরিকা থেকে। ও দেশে তাঁর আর যাওয়া চলবে না।

উডি অ্যালেন তাঁর গার্ল ফ্রেন্ড অভিনেত্রী মিয়া ফারো'র অল্প বয়সী পালিতা কন্যাকে ঘর থেকে বের করে নিয়ে বিয়ে করেছেন। সে কারণে এত বড় পরিচালককে আমেরিকার লোকেরা আর পছন্দ করে না। আমি অভিযোগ করি এঁদের বিরুদ্ধে, কিন্তু এঁদের শিল্পকে আমি অস্বীকার করতে পারি না। এখনও এঁরা আমার প্রিয় পরিচালক।

আরও পড়ুন: বইমেলায় পকেট মারতে গিয়ে অভিনেত্রী গ্রেফতার

সুনীল গঙ্গোপাধ্যায় মানুষ হিসেবে ধুরন্দর, প্রতিশোধপরায়ণ, এবং কামুক প্রকৃতির ছিলেন। তাঁর চরিত্রের সমালোচনা করি, কিন্তু তাঁর ভালো লেখাগুলোকে আমি ভালো বলি, তা না হলে অসততা হয়।

কবীর সুমন যখন মৌলবাদিদের পক্ষে দাঁড়ান, শাসকের দোষের দিকে না তাকিয়ে তাঁর গুণগান করেন, বড় আহত হই। আমরা ভেবেই নিয়েছি বড় শিল্পী, বড় সাহিত্যিক, বড় দার্শনিক মানেই সৎ মানুষ, উদার মানুষ। তা কিন্তু সবসময় নয়। যদিও মানুষ কবীর সুমন তাঁর গানগুলোর মতো সৎ এবং সুন্দর নন, কিন্তু সুমনের গানগুলো এখনও আমার প্রিয়।

দেশকে বাঁচাতে হলে ধানের শীষে ভোট দিতে হবে
  • ২২ জানুয়ারি ২০২৬
আইসিসির সমালোচনায় বিসিবি সভাপতি বুলবুল
  • ২২ জানুয়ারি ২০২৬
প্রতীকসহ ৩০০ আসনের প্রার্থী তালিকা দেখুন এখানে
  • ২২ জানুয়ারি ২০২৬
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশের খসড়া দেখুন এখানে
  • ২২ জানুয়ারি ২০২৬
হাদি হত্যায় ফয়সালের ঘনিষ্ঠ সহযোগী রুবেল ৬ দিনের রিমান্ডে
  • ২২ জানুয়ারি ২০২৬
বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে ক্রিকেটাররা কী বলেছেন প্রশ্নে যা বল…
  • ২২ জানুয়ারি ২০২৬