স্যার লটকন খাবেন, লটকন? এরাই আমার বাংলাদেশ

২০ জুন ২০২০, ০৭:৩১ PM
ডা. ফেরদৌস খন্দকার

ডা. ফেরদৌস খন্দকার © ফাইল ফটো

নতুন আসা মানুষগুলোর চলাচল রুমের ভেতর থেকেই বেশ গভীরভাবে পর্যবেক্ষণ করছিলাম। তারা নিয়ম নীতি কমই মানেন বলে মনে হলো। কেউ গামছা পরেই ঘোরাফেরা করছেন। কারো মাস্ক আছে, কারো নেই। এরপরও খুব সাবলিল ভঙ্গিমায় চলাফেরা। হঠাৎ করে একজন এসে বললেন, ‘স্যার, আদা খাবেন, আদা। লেবুও আছে স্যার’।

আমি অবাক হয়ে বললাম, এতকিছু থাকতে আদা-লেবু কেন? তার জবাব, ‘স্যার করোনা ভাইরাস প্রতিরোধে সাহায্য করে’। আমি খুব অবাক হলাম। মাস্ক পরছেন না; সোশ্যাল ডিসটেন্সিং নাই; কিন্তু আদা এবং লেবু নিয়ে ব্যস্ত। একজন এসে বললেন, ‘স্যার লটকন আছে, এটাও সাহায্য করে’। নতুন কিছু শিখে ফেললাম।

এরমধ্যে রহিম ভাই নামে একজন আছেন, উনাকে জিজ্ঞেস করলাম, মাস্ক কোথায়? উনি বলে ফেললেন, ‘মাস্ক প্লেনে চাইছিলাম, দেয় নাই। এয়ারপোর্টে চাইছিলাম, দেয় নাই। এখনো আমার কাছে নাই’। আবারো অবাক হলাম। মানুষগুলো বেসিক যে প্রয়োজনীয়তা সেগুলো উপলব্ধি করছেন না। তার বদলে লেবু, আদা, লটকন সবাই আছে। তাই তারাহুড়া করে আমাদের স্বেচ্ছাসেবক দলের মাধ্যমে শ’ দুয়েক মাস্ক আনিয়ে নিলাম। দেশের মানুষকে বিনামূল্যে দেয়ার জন্যে এগুলো আগেই কিনে রেখেছিলাম।

দেখুন: কাল মুক্ত হচ্ছেন ডা ফেরদৌস

আজ কর্তৃপক্ষের মাধ্যমে এই দুই’শ মাস্ক নতুন যাত্রীদের মধ্যে বিতরণ করলাম। সাথে সেটাও জানিয়ে দিলাম, সামাজিক দূরত্ব কি এবং কিভাবে তাদেরকে সেগুলো মেনে চলতে হবে। তারাও খুশি। এরমধ্যে এসে গেলো কেটে আনা ফ্রেশ কাঁচা আম। লবন দিয়ে খাওয়ার জন্য। ধন্যবাদ বেলার। ধন্যবাদ নতুন যাত্রীদেরকে। সবাই সুস্থ্য থাকুন। [ফেসবুক থেকে সংগৃহীত]

ক্ষমতায় আসলে দিনাজপুরকে সিটি করপোরেশন করা হবে
  • ২৩ জানুয়ারি ২০২৬
দশ দলীয় জোটের গণজোয়ারে আতঙ্কিত হয়ে একটি দল উল্টাপাল্টা বক্ত…
  • ২৩ জানুয়ারি ২০২৬
হাদির হত্যার বিচারের দাবিতে তিতুমীরে বিক্ষোভ মিছিল
  • ২৩ জানুয়ারি ২০২৬
সৌদিতে রমজানে নামাজে লাউড স্পিকার ব্যবহারে নিষেধাজ্ঞা
  • ২৩ জানুয়ারি ২০২৬
উত্তরবঙ্গের চেহারা বদলে দিতে পাঁচ বছরই যথেষ্ট: জামায়াত আমির
  • ২৩ জানুয়ারি ২০২৬
উৎসব আনন্দে জবিতে উদযাপিত হচ্ছে সরস্বতী পূজা
  • ২৩ জানুয়ারি ২০২৬