এ দেশে শুধু একজনের বিরুদ্ধে সমালোচনা করা যায়

প্রধানমন্ত্রী ও আশরাফুল আলম খোকন
প্রধানমন্ত্রী ও আশরাফুল আলম খোকন  © টিডিসি ফটো

এ দেশে শুধু একজনের বিরুদ্ধে সমালোচনা করা যায়। আর যাদের বিরুদ্ধেই সমালোচনা করবেন, তারাই তাদের শক্তিমত্তা দেখিয়ে দিবে।

পরিবহন সেক্টরের বিরুদ্ধে কিছু বলবেন? সারাদেশে গাড়ির স্টিয়ারিংয়ের চাকা বন্ধ করে দিবে। শ্রমিকদের বিরুদ্ধে কিছু বলবেন? কারখানা, রাস্তাঘাট সব বন্ধ করে দিবে।

ছাত্র-শিক্ষকদের বিরুদ্ধে কিছু বলবেন? ক্লাস চলবে না। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দিবে।

সাংবাদিক-সুশীলদের বিরুদ্ধে কিছু বলবেন ? বলবে যে মত প্রকাশের স্বাধীনতায় হাত দিয়েছেন। সাপের পাঁচ পা দেখিয়ে দিবে।

ধর্ম ব্যবসায়ীদের বিরুদ্ধে কিছু বলবেন? আপনাকে স্বাক্ষাত নাস্তিক বানিয়ে দিবে। জীবনের বারোটা বাজিয়ে ছাড়বে।

হকারদের বিরুদ্ধে কিছু বলবেন? তুলকালাম কান্ড ঘটিয়ে ছাড়বে। ঐ এলাকার স্বাধীনতা ঘোষণা দিবে।

ডাক্তার-নার্সদের বিরুদ্ধে কিছু বলবেন? চিকিৎসা বন্ধ করে দেয়ার হুমকি খেতে হবে।

সাধারণ জনগণ আইন মানবে না, শৃঙ্খলা মানবে না, লকডাউন মানবেনা- আপনি কিছু বলবেন? আপনাকে উল্টা লকডাউন শিখিয়ে দিবে, আইন শিখিয়ে দিবে।

অসংখ্য উদাহরণ দেয়া যাবে। শুধু একজনের বিরুদ্ধে খুব সহজে বলতে পারেন আপনারা। তিনি এইসব থোড়াই কেয়ার করেন। তিনি ‘নীলকন্ঠ’ (প্রধানমন্ত্রী শেখ হাসিনা)। সব হজম করেন আর শুধু জনগন ও দেশের জন্য কাজ করে যান। এটাই তাঁর জীবনের ব্রত। [ফেসবুক থেকে সংগৃহীত]


সর্বশেষ সংবাদ