‘বিশ্ব আজ কোয়ারেন্টিনে’

  © সংগৃহীত

নিউইয়র্কের টাইমস স্কয়ার আজ শূন্য, কানাডার প্রধানমন্ত্রী তার স্ত্রীসহ গৃহ বন্ধী। লন্ডন ব্রিজে হাঁটছে না মানুষ, কাবার চারপাশে ঘুরছে না মুসলমান। ভ্যাটিকানে গ্রীণ কবুতর, ভেনিসের জলে ভাসছে না নব-দম্পতি আর পর্যটক।

কি ভাবছেন? পুরো পৃথিবী জুড়ে তৃতীয় কোন বিশ্বযুদ্ধ? না। এটা কোন বিশ্ব যুদ্ধ নয়। নয় কোন পারমানবিক অস্ত্রের কোন খেলা। যাদের অস্ত্রের দাপটে পুরো পৃথিবী থাকে সবসময় আতঙ্কে, তারা নিজেরাই আজ আতঙ্কিত, মহা আতঙ্কিত।

সমগ্র ইতালিসহ অনেক শক্তিধর রাষ্ট্র আজ যুদ্ধ ছাড়াই অবরুদ্ধ। শূন্য গগণে উড়ছে না কোন প্লেন আর সীমান্ত পেড়িয়ে ঢুকছে না আন্তঃদেশীয় ট্রাক আর ট্রেন। দাপটটা দেখছেন তো? হোয়াট এ গ্রেট পাওয়ার অব আল্লাহ!

অস্ত্রের দাপটে ভুলে যান আপনি কে? পৃথিবীর সবকিছুই আপনার কাছে তুচ্ছ মনে হয়? যখন এতই মহান হয়ে গেছেন আপনি? তাহলে আজ কেন এত ভয়? কিসের জন্য ভয়? এতো বড় মহা শক্তিধর পারমাণবিক অস্ত্র থাকতে কেন ভয় পান? ব্যবহার করেন না আজ সেই অস্ত্রের, যার জন্য নিজেকে খুব অসহায় লাগে, ধ্বংস করে দেন তাকে। যার জন্য আপনি সহ পুরো বিশ্ব আজ থমকে আছে।

কি? পারছেন না? কেন এতো বড় ভয়ানক ধ্বংসযজ্ঞ অস্ত্রের ব্যবহার করতে পারেন না আজ তার উপর? তাহলে কি আপনি আর আপনার সকল শক্তি আজ ব্যর্থতায় পর্যবসিত হতে যাচ্ছে সেই সামান্য একটা ভাইরাসের নিকট? না, সেটা সামান্য নয়। সেটা দেখতে সামান্য হলেও মনে রাখবেন সেটা হচ্ছে সর্ব শক্তিমান আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ ছোট্ট একটা হুকুম। আর আল্লহর কোন হুকুমই তুচ্ছ বা সামান্য নয়। তিনি যখন যা ইচ্ছে তাই করেন। কারণ তিনিই একমাত্র মালিক এই ভূ-খণ্ডের।

তাই তো কোন সার্কুলার নেই, কোন নোটিশ নেই। ইচ্ছে হলো সমগ্র পৃথিবী দখল করে নিলেন। দুনিয়া ব্যাপক বিকট ঝাঁকুনি। চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলেন আমরা সবাই অসহায়। আমার জন্য তুমি, তোমার জন্য আমি নয়। যেটা পান বা পেয়েছেন সেটা অনুগ্রহ আর অনুদান মাত্র। সেটাও সৃষ্টিকর্তার ইচ্ছায়। সুতরাং করোনাকে নয়, ভয় করুন করোনাভাইরাস সৃষ্টকারী মহান আল্লাহকে । একমাত্র তার কাছেই আছে এর সমাধান। তিনি চাইলে কেবল আমরা বাঁচতে পারবো সেই মহামারি ধ্বংসযজ্ঞ থেকে।


সর্বশেষ সংবাদ