করোনাভাইরাস আশীর্বাদ, এটাকে ঘৃণা করবেন না!

২১ মার্চ ২০২০, ০৬:৩৩ PM
করোনার প্রতিকী ছবি

করোনার প্রতিকী ছবি © ফাইল ফটো

করোনাভাইরাস একটি আশীর্বাদ, করোনারভাইরাসকে ঘৃণা করবেন না- এমন একটি লেখা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। মিশরের একজন প্রাক্তন সংসদ সদস্যের বরাত দিয়ে এমন একটি পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো হয়েছে।

ফেসবুকের ওই পোস্টে বলা হয়েছে, করোনাভাইরাস মানবতা ফিরিয়ে এনেছে। মানুষকে তাদের স্রষ্টার কাছে এবং তাদের নৈতিকতায় ফিরিয়ে এনেছে। এটি বার, নাইট ক্লাব, পতিতালয়, ক্যাসিনো বন্ধ করে দিয়েছে। এটি সুদের হারকে কমিয়ে এনেছে । পরিবারের সদস্যদের একসাথে নিয়ে এসেছে ।অশ্লীল আচরণ বন্ধ করেছে। এটি মৃত এবং নিষিদ্ধ প্রাণী খাওয়া বন্ধ করে দিয়েছে। এখনও পর্যন্ত এর কারণে সামরিক ব্যয়ের এক তৃতীয়াংশ স্বাস্থ্যসেবাতে স্থানান্তরিত হয়েছে। আরব দেশগলোতে শিশা নিষিদ্ধ করেছে। করোনাভাইরাস মানুষকে দুআ করতে বাধ্য করছে। এটি স্বৈরশাসক এবং তাদের ক্ষমতাকে তুচ্ছ করেছে।

পোস্টে আরও বলা হয়েছে, মানুষ এখন উন্নতি এবং প্রযুক্তির চেয়ে আল্লাহ/ইশ্বরের কাছে উপাসনা করছে। এটি কর্তৃপক্ষকে তার কারাগার এবং বন্দীদের দিকে নজর দিতে বাধ্য করছে। এটি মানুষকে শিখিয়েছে কীভাবে হাঁচি এবং কাশি দিতে হয়, যেমনটি আমাদের নবী (সাঃ) ১৪০০ বছর আগে শিখিয়েছিলেন। করোনাভাইরাস এখন আমাদের ঘরে সময় কাটানো, সহজ জীবনযাপন করা, অহেতুক প্রতিযোগিতা না করতে শিখিয়েছে। একই সাথে আমাদের চেতনা জাগ্রত করার জন্য এবং সৃষ্টিকর্তার কাছে ক্ষমা ও সাহায্য প্রার্থনা করার সুযোগ দেওয়ার জন্য আমরা আল্লাহর কাছে শুকর জানাচ্ছি।

জাবিতে গণধিকার পরিষদের এমপি প্রার্থীর পূজা মণ্ডপ পরিদর্শন
  • ২৪ জানুয়ারি ২০২৬
বিএনপি অফিসের আলোকসজ্জার ছবি তোলায় জামায়াতের নির্বাচনী সভায়…
  • ২৪ জানুয়ারি ২০২৬
১০ টাকা কেজি চাল, ঘরে ঘরে চাকরি আর ফ্যামিলি কার্ডের মত প্রত…
  • ২৪ জানুয়ারি ২০২৬
ভোট ইঞ্জিনিয়ারিং করে নির্বাচন বানচাল করলে জনগণ প্রতিহত করবে…
  • ২৪ জানুয়ারি ২০২৬
এনসিপির ১০ দিনের নির্বাচনী পদযাত্রা শুরু রবিবার
  • ২৪ জানুয়ারি ২০২৬
এনসিপির জেলা আহ্বায়ককে দল থেকে অব্যাহতি
  • ২৪ জানুয়ারি ২০২৬