মুজিববর্ষের অনুষ্ঠানের সাথে স্কুল ছুটি হওয়া বা না হওয়ার সম্পর্ক নেই

আশরাফুল আলম খোকন
আশরাফুল আলম খোকন  © ফাইল ফটো

আমরা এমনিতেই গুজব সর্বস্ব জাতি। যেকোনো গুজব খুব সহজেই খেয়ে ফেলি। করোনা নিয়েও গুজবের কিছু ডালপালা ছিলো। এর মধ্যে অন্যতম একটি গুজব ছিলো বাচ্চাদের স্কুল বন্ধ করা নিয়ে। দুষ্ট চক্র শিক্ষার্থীদের বাবা-মায়ের কাছে খুব টেকনিকেলি ছড়াচ্ছিল যে, ১৭ মার্চ মুজিব বর্ষের অনুষ্ঠানের জন্য সরকার স্কুল ছুটি দিচ্ছেনা। তাদের প্রচারণার স্টাইল ছিলো এমন যে, স্কুল ছুটি হলে শতবর্ষের অনুষ্ঠানে লোকজন হবে না। আমাদের অনেকেই তা বিশ্বাসও করা শুরু করেছিলেন।

এই গুজব যারা ছড়িয়েছিলেন এবং বিশ্বাস করেছিলেন তাদের জ্ঞাতার্থে বলছি, জাতীয় শিশু দিবস উপলক্ষে প্রতিবছর ১৭ মার্চ এমনিতেই সরকারি ছুটি থাকে। যেদিন শিশু কিশোররা স্কুলে যায়না। সুতরাং মুজিব বর্ষের অনুষ্ঠানের সাথে স্কুল ছুটি হওয়া বা না হওয়ার কোনো সম্পর্ক নাই।

মন্ত্রী সভার বৈঠকের সর্বশেষ সিদ্ধান্ত: ৩১ মার্চ পর্যন্ত স্কুল ছুটি থাকবে।

লেখক: প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব


সর্বশেষ সংবাদ