কলকাতায় স্কুল-কলেজ বন্ধ, আমরা এখনও নাকে তেল দিয়ে ঘুমাচ্ছি!

১৫ মার্চ ২০২০, ০১:৪৬ PM
আমিনুল ইসলাম

আমিনুল ইসলাম © টিডিসি ফটো

আমেরিকার জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের একজন গবেষক বলেছেন- প্রতি ১ জন করোনা ভাইরাস রোগী শনাক্ত হওয়া মানে হচ্ছে আপনাকে ধরে নিতে হবে কমপক্ষে আরও ২৫ থেকে ৫০ জন রোগী সমাজে ঘুরে বেড়াচ্ছে! এটি হচ্ছে ‘কমপক্ষের’ হিসাব। বাদ বাকীটা আপনারাই বুঝে নিন।

তাহলে ওই ২৫-৫০ জন থেকে কতো জন হতে পারে যদি আপনি সকল রকম চলাফেরায় নিষেধাজ্ঞা আরোপ না করেন? তাছাড়া বাংলাদেশের কি করোনা ভাইরাস শনাক্ত করার পর্যাপ্ত কীট আছে? ইউরোপের দেশ গুলোই তো হিমশিম খাচ্ছে। সকল কিছু আজ-এক্ষুনি বন্ধ করুন। শুধু সভা-সমাবেশ না, মসজিদ-মন্দির-গির্জা থেকে শুরু করে সকল জায়গা, যেখানে জনসমাবেশ হয়; সেখানে মিলিত হওয়া নিষিদ্ধ করুন!

অবশ্য এটা বাংলাদেশ বলে কথা- আজ দেখলাম মিছিল করে কয়েকশো মানুষ মিলে নাকি লিফলেট বিলি করছে করোনা সচেতনা বাড়াতে! দুই বড় রাজনৈতিক দলের লোকজনই এই কাজ করেছে! আপনারা নিজেরা সচেতন তো? এইদিকে শুনতে পেলাম বিদেশ ফেরত যেই মানুষগুলো আইসোলেশনে আছে- তাদের দেখতে নাকি আত্মীয় স্বজনরা আঙ্গুর-আপেল নিয়ে তাদের বাসায় যাচ্ছে! শত হোক ইউরোপ ফেরত বলে কথা! এই হচ্ছে আমরা বাংলাদেশিরা। যেখানে পাশের শহর কোলকাতায় সকল স্কুল-কলেজ বন্ধ হয়ে গিয়েছে; সেখানে আমরা এখনও নাকে তেল দিয়ে ঘুমাচ্ছি!

(ফেসবুব থেকে সংগৃহীত)

বিএনপি অফিসের আলোকসজ্জার ছবি তোলায় জামায়াতের নির্বাচনী সভায়…
  • ২৪ জানুয়ারি ২০২৬
১০ টাকা কেজি চাল, ঘরে ঘরে চাকরি আর ফ্যামিলি কার্ডের মত প্রত…
  • ২৪ জানুয়ারি ২০২৬
ভোট ইঞ্জিনিয়ারিং করে নির্বাচন বানচাল করলে জনগণ প্রতিহত করবে…
  • ২৪ জানুয়ারি ২০২৬
এনসিপির ১০ দিনের নির্বাচনী পদযাত্রা শুরু রবিবার
  • ২৪ জানুয়ারি ২০২৬
এনসিপির জেলা আহ্বায়ককে দল থেকে অব্যাহতি
  • ২৪ জানুয়ারি ২০২৬
ঢাকা কলেজে উচ্চমাধ্যমিক-অনার্স শিক্ষার্থীদের মধ্যে হাতাহাতি
  • ২৪ জানুয়ারি ২০২৬