ফাঁসি হলেও লাভ কী?

১৫ অক্টোবর ২০১৯, ১১:৩৪ AM

© ফাইল ফটো

ছাত্রলীগ না করলে অত্যাচারিত হতে হবে। করলে অন্যদের প্রতি অত্যাচারী হতে হবে। বিনিময়ে টাকা, ক্ষমতা, চাকরী, ব্যবসা পাওয়া যাবে।

এটাই যদি ছাত্রলীগ হয়ে থাকে তাহলে এ ছাত্রলীগের সকল অপকর্মের দায় কি শুধু তাদের? নাকি আওয়ামী লীগের যিনি বা যারা ছাত্রলীগের বড় নেতাদের ঠিক করেন তাদেরও। আবরার বা অন্য কারো হত্যায় এদের বিরুদ্ধে কোন মামলা হয় কি? এমনকি এদের নামটাও কি উচ্চারিত হয় কখনো? হয় না।

কাজেই অনিক সরকারের মতো কিছু অমানুষের ফাঁসি হলেও আবরারদের হত্যার বিচার সম্পন্ন হবে না। আরো আবরারের অত্যাচারিত হওয়া থামবে না।

এদেশটাকে পচিয়ে ফেলা হয়েছে। পারফিউম নাকে মেখে বা মুখে রুমাল চেয়ে এ সত্যকে আড়াল করা যাবে না।

কেউ কি কোনদিন পারবো এদেশটকে বাঁচাতে?

লেখক: অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়।

গলাচিপা হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিনিয়র সহ…
  • ২৪ জানুয়ারি ২০২৬
জনগণের একটি টাকার ওপরেও আমরা হাত বসাবো না: জামায়াত আমির
  • ২৪ জানুয়ারি ২০২৬
বাউফলে ছাত্রদলের নবনির্বাচিত কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা করে একা…
  • ২৪ জানুয়ারি ২০২৬
বিশ্বকাপ থেকে বাংলাদেশ আউট, ইন স্কটল্যান্ড
  • ২৪ জানুয়ারি ২০২৬
নিমিষেই গলবে পেটের চর্বি, জেনে নিন বিশেষ পানীয় তৈরির উপায়
  • ২৪ জানুয়ারি ২০২৬
প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে অ্যাডজাঙ্কট ফ্যাকাল্টি হিসেবে য…
  • ২৪ জানুয়ারি ২০২৬