রুশাদ ফরিদী © ফেসবুক
বিশ্ববিদ্যালয়গুলোতে অ্যাডহক বেসিসে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করে যে কোন লাভ নেই তার ক্লাসিক উদাহরণ হলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। আজকের প্রথম আলোর রিপোর্ট অনুযায়ী এই বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট ছাত্র রাজনীতির উপর তিন দফা নিষেধাজ্ঞা জারি করেছিল। কোনবারই তা প্রত্যাহার হয় নাই। কিন্তু ছাত্র সংগঠনগুলো কখনই তা আমলে নেয় নাই।
পুরো দেশে বিচারহীনতা রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করার পর বিশ্ববিদ্যালয়গুলো শুধুমাত্র ছাত্র রাজনীতি বন্ধ করে বিশ্ববিদ্যালয়ে অবস্থিত টর্চার সেলগুলো বন্ধ করতে পারবে সেটা আমার মনে হয় না। আবরারের হত্যার উৎস রাজনীতি নয়, এটা হলো গুন্ডামীপূর্ণ ক্ষমতার পাশবিক প্রদর্শন। এই ক্ষমতা বিশ্ববিদ্যালয় তাকে দেয় নাই, এটি এসেছে আরো অনেক উপর থেকে। তাই এই ক্ষমতা বিশ্ববিদ্যালয় চাইলেও কেড়ে নিতে পারবে না।
ছাত্র রাজনীতি কাগজে কলমে বন্ধ হয়ে গেলেও এই গুন্ডামী বন্ধ হবার নয় যতক্ষণ পর্যন্ত না এই গুন্ডামীর উপযুক্ত শাস্তির আবহ দেশে তৈরী হচ্ছে ।