তারুণ্য নষ্ট হল আবোল তাবোল রাজনৈতিক লাইনের পেছনে

১২ সেপ্টেম্বর ২০১৯, ০৫:২৮ PM
আরিফুজ্জামান তুহিন ও 
জাবি লগো

আরিফুজ্জামান তুহিন ও জাবি লগো © টিডিসি ফটো

একটা একটা বাম ধর, ধরে ধরে জবাই কর। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের এই শ্লোগান শুনে সুশিল বামদের খুব লেগেছে। অথচ বামরা আশি ও নব্বই দশকে স্লোগান দিত, একটা একটা শিবির ধর, ধরে ধরে জবাই কর। বা একটা একটা শিবির ধর, সকাল বিকাল নাস্তা কর।

আবার শিবিরের প্রতাপ ছিল এমন অঞ্চলে বামদের বিরুদ্ধে শিবিরও এমন স্লোগান দিত। বামপন্থিরা বাংলাদেশে শুধু ভুল রাজনীতিই করে গেল। শ্রেণিহীন সমাজের চির বাসনা নিয়ে আসা ছেলে মেয়েগুলোর অসম্ভব তেজদীপ্ত তারুণ্য নষ্ট করলো এসব আবোল তাবোল রাজনৈতিক লাইনের পেছনে।

বামপন্থিদের মূল লড়াই হওয়া উচিত ছিল বৈষম্যের বিরুদ্ধে সাম্যের লড়াই, অবিচারের বিরুদ্ধে ন্যায় বিচার প্রতিষ্ঠার লড়াই। এখানকার বামপন্থিরা কমিউনিস্ট হতে পারলেন না, সে কারণে কথিত মৌলবাদ বিরোধী লড়াই করতে গিয়ে তারা নিশ্বেষ হলেন, মূলত তারা জাতীয়তাবাদী রাজনীতির ফুয়েল দিয়ে গেলো অজীবন।

আহা কমিউনিজম, আহা পেটি বামপন্থা।

আরিফুজ্জামান তুহিনের ফেসবুক আইডি থেকে নেয়া।

রিল বিজয়ী তরুণদের সঙ্গে দেশ নিয়ে নিজের পরিকল্পনা জানালেন তা…
  • ২৪ জানুয়ারি ২০২৬
মাদক, চাঁদাবাজ ও সন্ত্রাসকে সামাজিকভাবে প্রতিহত করতে হবে
  • ২৪ জানুয়ারি ২০২৬
‘এমপি হলে কোনো সরকারি সুবিধা নেব না’
  • ২৪ জানুয়ারি ২০২৬
জামায়াতে যোগ দিলেন ইসলামী আন্দোলনের তিন নেতা
  • ২৪ জানুয়ারি ২০২৬
সৈনিক পদে নিয়োগ দেবে বাংলাদেশ সেনাবাহিনী, আবেদন শেষ আগামীকাল
  • ২৪ জানুয়ারি ২০২৬
বড় হওয়ার চেয়েও ভালো মানুষ হওয়া বেশি গুরুত্বপূর্ণ: মাউশি মহা…
  • ২৪ জানুয়ারি ২০২৬