বেশিরভাগ বঙ্গবাসী বিশ্বাস করেন— চরিত্র থাকে জননেন্দ্রিয়ে

১০ ফেব্রুয়ারি ২০২৪, ০১:৫৯ PM , আপডেট: ১০ আগস্ট ২০২৫, ১০:২৪ AM
কবীর সুমন

কবীর সুমন © সংগৃহীত

দীর্ঘকাল বেঁচে থেকে বুঝলাম বড্ড বেশিরভাগ বঙ্গভাষী বিশ্বাস করেন— চরিত্র থাকে জননেন্দ্রিয়ে। কোনও পুরুষ একাধিক মহিলার সঙ্গে শয়ন করলেই তার চরিত্র খারাপ। মহিলাদের বেলাতেও একই মাপকাঠি।

বড্ড বেশি বঙ্গভাষী আমায় ঘৃণা করেন, আমি একাধিক মহিলার সঙ্গে থেকেছি বলে। বুঝেছি মূল জায়গাটা ঈর্ষা। তারাও চায়। পায় না। পেরে ওঠে না। তাই।

সেদিন দেখলাম তিনজন সনাতনধর্মীয় বঙ্গজ পুরুষনামধারী ফেসবুকে লিখেছেন, হাসপাতাল থেকে না ফিরলেই ভালো হত। আবার কতজনকে ধরেবেঁধে বিয়ে করবে কে জানে।

হাসপাতাল থেকে ফিরে এসেছি— বড়ই পরিতাপের বিষয়। যারা তা মনে করেন প্লিজ আশায় থাকুন। বুড়ো আবার ব্যামোয় পড়বে। কে বলতে পারে এবারে হয়তো পগার পার।

‘‘আগর ফিরদৌস ব-রুয়ে জমিনস্ত
হমিনস্তো হমিনস্তো হমিনস্ত’’

লেখক: সুরকার ও গীতিকার।

তারেক রহমানকে কটূক্তি, গ্রেপ্তার ১
  • ২১ জানুয়ারি ২০২৬
শাবিপ্রবির ভর্তি পরীক্ষায় সর্বোচ্চ নম্বর ১০০-তে ৯৬.৬
  • ২১ জানুয়ারি ২০২৬
এখন পর্যন্ত বদলি ৮ ইউএনও, নেপথ্যে কী?
  • ২১ জানুয়ারি ২০২৬
৮ ক্যাটাগরিতে দেশসেরা ঢাবি-নর্থ সাউথের সঙ্গে আরও সাত বিশ্বব…
  • ২১ জানুয়ারি ২০২৬
পে কমিশনে সুপারিশে সন্তুষ্ট নয় ঐক্য পরিষদ নেতারা, প্রতিক্রি…
  • ২১ জানুয়ারি ২০২৬
শাবিপ্রবি ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
  • ২১ জানুয়ারি ২০২৬