মেডিকেলের মাইগ্রেশনের তালিকা প্রকাশ হতে পারে মঙ্গলবার

মেডিকেল শিক্ষার্থী
মেডিকেল শিক্ষার্থী  © ফাইল ফটো

দেশের সরকারি মেডিকেল কলেজের ২০২০-২১ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া শিক্ষার্থীদের দ্বিতীয় ধাপের মাইগ্রেশনের তালিকা আগামী মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) প্রকাশ করা হতে পারে।

রবিবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে দ্যা ডেইলি ক্যাম্পাসের সাথে আলাপকালে এ কথা জানান স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা ও জনশক্তি উন্নয়ন অধ্যাপক ডা. এ কে এম আহসান হাবীব।

তিনি বলেন, দ্বিতীয় ধাপের মাইগ্রেশন সম্পন্ন করতে আমরা এমবিবিএস ও বিডিএসের তালিকা বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েটে) পাঠিয়ে দিয়েছি। আশা করছি আজ অথবা আগামীকালকের মধ্যে তালিকা প্রস্তুত হয়ে যাবে। এরপর মঙ্গলবার তালিকা প্রকাশ করা হবে।

আরও পড়ুন: যৌন হয়রানির অভিযোগে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি

অধ্যাপক আহসান হাবীব আরও বলেন, কোনো কারণে যদি সোমবারের মধ্যে তালিকা তৈরি না হয় তাহলে মাইগ্রেশনের তালিকা প্রকাশের সময় দুই/একদিন পেছানো হতে পারে। তবে চলতি সপ্তাহের মধ্যেই তালিকা প্রকাশ করা হবে বলেও জানান তিনি।

এদিকে দ্বিতীয় ধাপে এমবিবিএসের ১১৪ আসনের বিপরীতে মাইগ্রেশন সম্পন্ন হবে। আর বিডিএসের মাইগ্রেশন হবে ৬৬টি আসনের বিপরীতে।

আরও পড়ুন: বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেলেন ২৭ বিদেশি শিক্ষার্থী

এর আগে সম্প্রতি স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচাক (শিক্ষা) অধ্যাপক ডা. আবু ইউসুফ ফকির দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেছিলেন, দ্বিতীয় মাইগ্রেশন সম্পন্ন করতে আমরা বুয়েটের কাছে তালিকা পাঠিয়ে দিয়েছি। আগামী সপ্তাহে এই তালিকা প্রকাশ করা হতে পারে।

প্রসঙ্গত, গত বছরের ২ এপ্রিল সারা দেশে একযোগে ২০২০-২১ শিক্ষাবর্ষে এমবিবিএস কোর্সের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এর একদিন পর ৪ এপ্রিল পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এবার দেশের সরকারি মেডিকেল কলেজগুলোতে আসন ছিল ৪ হাজার ৩৫০টি।


সর্বশেষ সংবাদ