মেডিকেল শিক্ষাকে এগিয়ে নিতে গবেষণার বিকল্প নেই: শিক্ষামন্ত্রী

০৫ অক্টোবর ২০২১, ১১:৫১ PM
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি © ফাইল ফটো

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, মেডিকেল শিক্ষাকে এগিয়ে নিতে উচ্চ শিক্ষা ও গবেষণার বিকল্প নেই। এ জন্য বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যোগাযোগ ও সহযোগিতা বাড়াতে হবে। মঙ্গলবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের এ ব্লক অডিটোরিয়ামে মঙ্গলবার অফথালমোলজিক্যাল সোসাইটি অফ বাংলাদেশের (ওএসবি) ৪৮তম বার্ষিক সম্মেললে ভার্চুয়ালি যোগ দিয়ে তিনি এ কথা বলেন। 

শিক্ষামন্ত্রী বলেন, করোনা মোকাবিলায় দেশে প্রায় ২০০ চিকিৎসক প্রাণ দিয়েছেন। তবুও জীবনের ঝুঁকি নিয়ে তারা রোগীদের সেবা অব্যাহত রেখেছেন। চিকিৎসক সমাজের এ ভূমিকায় গর্বিত।

“চিকিৎসকরা ফ্রন্টলাইন যোদ্ধা হিসেবে রোগীদের জীবন বাঁচাতে লড়ে যাচ্ছেন। ইতিমধ্যে প্রায় ২০০ চিকিৎসক জীবন দিয়েছেন, তবুও পিছু হটেননি তারা। করোনা আক্রান্ত হয়েছেন অনেকে। তাদের অবদানে আমরা গর্বিত।”

সম্মেলনে সভাপতির বক্তব্যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ বলেন, মানুষের অন্ধত্ব নিবারণ, প্রতিরোধ ও অন্ধত্ব দূরীকরণে ওএসবি গুরুত্বপূর্ণ অবদান রাখছে। চক্ষু চিকিৎসকদের জন্য প্রয়োজনীয় পদ তৈরি, চক্ষু বিজ্ঞানে উচ্চশিক্ষার প্রসার, চোখের রোগ নিয়ে সচেতনতা তৈরি ও চিকিৎসাসেবা দিতে তারা কাজ করে যাচ্ছে সংগঠনটি।

সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, বিএমএ এর মহাসচিব ডা. মো. ইহতেশামুল হক চৌধুরী, স্বাধীনতা চিকিৎসক পরিষদ এর মহাসচিব অধ্যাপক ডা. মো. আব্দুল আজিজ, এশিয়া প্যাসেফিক একাডেমি অফ অফথালমোলজি এর সভাপতি অধ্যাপক ডা. আভা হোসেন, ওএসবি এর মহাসচিব অধ্যাপক ডা. মো. আব্দুল কাদেরসহ চিকিৎসক প্রতিনিধিরা।

মহিপুর থানাকে পূর্ণাঙ্গ উপজেলায় উন্নীত করার প্রতিশ্রুতি বিএ…
  • ২৩ জানুয়ারি ২০২৬
যশোর শিক্ষাবোর্ডে এসএসসির ২০ পরীক্ষা কেন্দ্র স্থগিত
  • ২৩ জানুয়ারি ২০২৬
কুমিল্লায় বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে আহ…
  • ২৩ জানুয়ারি ২০২৬
২০১৯ সালের ডাকসুর মত নির্বাচনে ট্রাকের বিজয় ইতিহাসের আশা নু…
  • ২৩ জানুয়ারি ২০২৬
এনসিপি গাজীপুর জেলা শাখার আহ্বায়ক কমিটি ঘোষণা
  • ২৩ জানুয়ারি ২০২৬
জনগণ চাঁদাবাজদের নির্বাচিত করতে চায় না: নূরুল ইসলাম বুলবুল
  • ২৩ জানুয়ারি ২০২৬