সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে খুলতে পারে মেডিকেল কলেজ

২১ আগস্ট ২০২১, ০৯:৩৩ AM
সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে খুলতে পারে মেডিকেল কলেজ

সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে খুলতে পারে মেডিকেল কলেজ © ফাইল ফটো

দেশের সরকারি-বেসরকারি সব মেডিকেল কলেজে আজ থেকে সশরীরে ক্লাস শুরুর কথা থাকলেও সেটি সম্ভব হয়নি। করোনা মোকাবিলায় গঠিত জাতীয় কারিগরি পরামর্শক কমিটির সুপারিশের পরও নিজেদের মধ্যে বৈঠক করে সিদ্ধান্ত নেয়ার কথা জানিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগ। তবে সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে মেডিকেল কলেজ খোলা হতে পারে।

মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর থেকে মেডিকেল কলেজগুলো খুলে দেয়ার মতামত চেয়ে জাতীয় কারিগরি পরামর্শক কমিটির কাছে চিঠি পাঠানো হয়। বেশ কিছু নির্দেশনা দিয়ে সশরীরে ক্লাস নেয়ার মতামত দেয় কারিগরি কমিটি। তবে সশরীরে ক্লাসের বিষয়টি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জানিয়ে এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগ।

সূত্র জানায়, চলতি সপ্তাহে স্বাস্থ্য শিক্ষা সচিব আলী নূরের সভাপতিত্বে একটি বৈঠক হওয়ার কথা। বৈঠকে সবার সাথে আলোচনা করে মেডিকেল কলেজ খোলার বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে। এক্ষেত্রে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে মেডিকেলে সশরীরে পাঠদান শুরু হতে পারে।

এ প্রসঙ্গে জানতে চাইলে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের এক জ্যেষ্ঠ কর্মকর্তা দ্যা ডেইলি ক্যাম্পাসকে জানান, আমরা ২১ আগস্ট থেকে মেডিকেল কলেজ খোলার সব রকম প্রস্তুতি নিয়েছিলাম। তবে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে নির্দেশনা না আসায় এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়া যায়নি।

ওই কর্মকর্তা আরও জানান, মেডিকল কলেজগুলো স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ পরিচালনা করে। সেক্ষত্রে মেডিকেল খোলার বিষয়টি তাদের এখতিয়ার। জাতীয় কারিগরি পরামর্শক কমিটি সিদ্বান্ত নিলেও স্বাস্থ্য মন্ত্রলণালয়ের অনুমতি না পাওয়ায় সশরীরে পাঠদান শুরু করা যায়নি।

এর আগে গত ১৩ আগস্ট কারিগরি পরামর্শক কমিটির পক্ষ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে মেডিকেলে সশরীরে পাঠদানের অনুমিতি দেয়া হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, কোভিড–১৯ সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটির ৪৪তম অনলাইন সভায় মেডিকেল কলেজ খুলে দেওয়ার পক্ষে কমিটির মত দেওয়া হয়েছে। 

“স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা বিভাগ ২১ আগস্ট বা কাছাকাছি সময়ে এমবিবিএস/বিডিএস কোর্সের দ্বিতীয় বর্ষ ও পঞ্চম বর্ষ/শেষ বর্ষের ক্লাস চালুর বিষয়ে জাতীয় কারিগরি পরামর্শক কমিটির মতামত চেয়ে চিঠি দেয়। কমিটির সদস্যরা এ বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। এরই মধ্যে এসব শিক্ষার্থীকে দুই ডোজ কোভিড টিকা দেওয়া হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে চলা সাপেক্ষে প্রাথমিকভাবে এই দুই বর্ষের ক্লাস শুরু করার পক্ষে মত দিয়েছে কমিটি।”

৭ জেলার নির্বাচনী সমাবেশ শেষে ভোরে ঢাকায় ফিরলেন তারেক রহমান
  • ২৩ জানুয়ারি ২০২৬
আনুষ্ঠানিকভাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ছাড়ছে যুক্তরাষ্ট্র
  • ২৩ জানুয়ারি ২০২৬
মা-বোনদের বিকাশ নম্বর নিয়ে ষড়যন্ত্র করা হচ্ছে: তারেক রহমান
  • ২৩ জানুয়ারি ২০২৬
বেসরকারি ট্যাক্সের নামে চাঁদাবাজি আর চলবে না: জামায়াত আমির
  • ২৩ জানুয়ারি ২০২৬
মহিপুর থানাকে পূর্ণাঙ্গ উপজেলায় উন্নীত করার প্রতিশ্রুতি বিএ…
  • ২৩ জানুয়ারি ২০২৬
যশোর শিক্ষাবোর্ডে এসএসসির ২০ পরীক্ষা কেন্দ্র স্থগিত
  • ২৩ জানুয়ারি ২০২৬