বেসরকারি মেডিকেলে ভর্তির আবেদন শুরু ৫ জুন

মেডিকেল শিক্ষার্থী
মেডিকেল শিক্ষার্থী  © ফাইল ফটো

আগামী ৫ জুন থেকে দেশের বেসরকারি মেডিকেল কলেজ সমূহে ভর্তি আবেদন শুরু হয়ে চলবে ১৫ জুন পর্যন্ত। ১৯ জুন কোটাভিত্তিক পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হবে। ভর্তি সংক্রান্ত বিজ্ঞপ্তি পহেলা জুন প্রকাশ করতে হবে।

গত সোমবার স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) ডা. এ কে এম আহসান হাবীব স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

আরও পড়ুন: ডেন্টালের ভর্তি পরীক্ষা ১১ জুন

বিজ্ঞপ্তিতে বলা হয়, অনুমোদিত বেসরকারি মেডিকেল কলেজ সমূহে ২০২০-২১ শিক্ষাবর্ষে ছাত্র-ছাত্রী ভর্তির জন্য সংশ্লিষ্ট কলেজ কর্তৃপক্ষ বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল ও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় কর্তৃক প্রণীত নীতিমালার আলোকে এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সিদ্ধান্ত মোতাবেক এমবিবিএস কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করতে পারবেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আগামী পহেলা জুলাই থেকে বেসরকারি মেডিকেলে ভর্তি প্রক্রিয়া শুরু হয়ে ১৫ জুলাই পর্যন্ত চলমান থাকবে। আর ক্লাস শুরু হবে পহেলা আগস্ট থেকে।

বিজ্ঞপ্তি

 


সর্বশেষ সংবাদ