বিএসএমএমইউর ভিসি হচ্ছেন অধ্যাপক শারফুদ্দিন আহমেদ

১৫ মার্চ ২০২১, ০৮:৫৭ PM

© সংগৃহীত

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) পরবর্তী উপাচার্য হিসেবে নিয়োগ পেতে যাচ্ছেন অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ। বর্তমানে তিনি বিশ্ববিদ্যালয়টির চক্ষু বিজ্ঞান বিভাগ ও কমিউনিটি অফথালমোলজি বিভাগের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। 

সোমবার (১৫ মার্চ) বিকেলে গণমাধ্যমকে বিষয়টি তিনি নিশ্চিত করে বলেন, আমি আজকেই খবরটা পেয়েছি। আমার হাতে কাগজ এখনো আসেনি। আগামী ২৩ তারিখে বর্তমান ভিসির দায়িত্ব শেষ হবে। এর আগেই কাগজ আসবে। তবে দাপ্তরিকভাবে আমি এখনো কোনো কাগজপত্র হাতে পাইনি।

আগামী দুই-এক দিনের মধ্যেই এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হতে পারে বলেও জানান অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।

বিএসএমইউর বর্তমান ভিসি অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়ার মেয়াদ শেষ হচ্ছে আগামী ২৪ মার্চ। তবে মেয়াদ শেষ হওয়ার আগেই কে হচ্ছেন পরবর্তী ভিসি, এ নিয়ে বিভিন্ন আলোচনা শুরু হয়। তবে শেষ পর্যন্ত  নতুন ভিসি হিসেবে নিয়োগ পেতে যাচ্ছেন অধ্যাপক শারফুদ্দিন আহমেদ।

অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদ বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সাধারণ সম্পাদক হিসেবে ২০০৯ থেকে ২০১২ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি বিএসএমএমইউর উপ-উপাচার্য হিসেবে ২০১৫ থেকে ২০১৮ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন। তিনি ১৯৯৩ সালে স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) প্রতিষ্ঠাতা যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।

হামিমের নেতৃত্বে ঢাবিতে ছাত্রদলের ধানের শীষের প্রচারণা মিছিল
  • ২৩ জানুয়ারি ২০২৬
কাউকে আঘাত নয়, বাস্তবভিত্তিক কর্মসূচি নিয়ে জনগণের সামনে যান…
  • ২৩ জানুয়ারি ২০২৬
খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ক্লাস শুরু ২৫ জানুয়ারি
  • ২৩ জানুয়ারি ২০২৬
জামায়াতে ইসলামীর সঙ্গে ‘বন্ধুত্ব’ করতে চায় যুক্তরাষ্ট্র
  • ২৩ জানুয়ারি ২০২৬
বিএমডিসি ডিগ্রিটা সম্পর্কে ওয়াকিবহাল ছিল না: বন্ধ্যাত্ব বিশ…
  • ২৩ জানুয়ারি ২০২৬
স্কুলে শিশু নির্যাতনের ঘটনায় ব্যবস্থাপক গ্রেপ্তার
  • ২৩ জানুয়ারি ২০২৬