কর্মবিরতি প্রত্যাহার, কাজে ফিরেছেন ইন্টার্নরা

০৩ নভেম্বর ২০২০, ০৭:৩৮ PM
শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল

শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল © ফাইল ফটো

তিন দফা দাবি আদায়ে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চলতে থাকা ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার করা হয়েছে।

আজ (০৩ অক্টোবর) মঙ্গলবার টানা চতুর্থদিন কর্ম বিরতির দুপুরে দুই পক্ষের আলোচনা ফলপ্রসূ হওয়ায় এই সিদ্ধান্ত নেন বলে বিকেল পৌনে তিনটায় মুঠোফােনে নিশ্চিত করেন ইন্টার্ন ডক্টর্স এ্যাসোসিয়েশনের সভাপতি ডাঃ সজল পান্ডে।

তিনি জানান, কর্মবিরতি প্রত্যাহারের সাথে সাথে সকল ইন্টার্ন চিকিৎসকরা দায়িত্ব পালন শুরু করেছেন।

হাসপাতালের পরিচালক ডাঃ বাকির হােসেন জানিয়েছেন, উভয় পক্ষকে নিয়ে আমরা আলোচনায় বসে ফলপ্রসূ ফলাফল আসায় কর্মবিরতি প্রত্যাহার করেছে ইন্টার্নরা। ওই বৈঠকে ডাঃ মকাসুদ খানও ছিলেন। মূলত জনগণের ভোগান্তি লাঘবে সবাই উদ্যোগী হয়েছে। সে কারনে এত দ্রুত আমরা সমাধানে পৌঁছতে পেরেছি।

ইন্টার্নদের করা দাবির কোনগুলো মেনে নেওয়া হয়েছে জানতে চাইলে পরিচালক সেগুলো পরে জানাবেন বলে জানান।

প্রসঙ্গত, ডায়াগনস্টিক সেন্টারের কমিশন বাণিজ্য নিয়ে ২০ অক্টোবর হাসপাতালের সহকারী রেজিস্ট্রার ডা. মাসুদ খানকে কক্ষে আটকে মারধর করেন ইন্টার্ন চিকিৎসক নো ডাঃ সজল পান্ডে ও তারিকুল ইসলাম। এ ঘটনায় ডাঃ মাসুদ খান ১০ জন ইন্টার্ন চিকিৎসকের বিরুদ্ধে মামলা দায়ের করেন। তার প্রতিবাদে ইন্টার্নরা কর্মবিরতির ডাক দিয়েছিল ইন্টার্নরা। কর্মবিরতির ৩ দিনে হাসপাতালে ৪৬ জনের মৃত্যু হয়েছে। যার স্বজনদের অধিকাংশের দাবি চিকিৎসার অভাবে তারা মারা গেছেন।

ট্যাগ: মেডিকেল
দেশের প্রত্যেক সেক্টরে নারীরা কাজ করবেন : জামায়াত আমির
  • ২৩ জানুয়ারি ২০২৬
দেশের কোনো জেলায় মেডিকেল কলেজবিহীন থাকবে না : জামায়াত আমির
  • ২৩ জানুয়ারি ২০২৬
সাবেক উপদেষ্টা মাহফুজের ভাই শাপলা কলি, ধানের শীষে গণসংযোগে …
  • ২৩ জানুয়ারি ২০২৬
ধানের শীষ জয়ী হলে দেশে গণতন্ত্র জয়ী হয় : মঈন খান
  • ২৩ জানুয়ারি ২০২৬
সরস্বতী পূজায় ৪০ মন্ডপে জবি ছাত্রদলের উপহার প্রদান
  • ২৩ জানুয়ারি ২০২৬
ঢাবির বি ও সি ইউনিটে শততম নুহা—জাবি ও শাবিতে পজিশন ৫০-এর নি…
  • ২৩ জানুয়ারি ২০২৬