চিকিৎসা না পেয়ে হাসপাতালে নারীর মৃত্যু

শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল
শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল  © ফাইল ফটো

ইন্টার্নদের কর্মবিরতির কারণে চিকিৎসা না পেয়ে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে এক নারী রোগীর মৃত্যু হয়েছে। এমনটিই অভিযোগ করেছেন মৃতের স্বামী সেকেন্দার আলী হাওলাদার। তৃতীয় তলায় সার্জারি বিভাগের ৯নং ওয়ার্ডে আজ সোমবার দুপুরে ওই নারী মৃত্যু হয়।

জানা গেছে, কাউনিয়া থানার শায়েস্তাবাদ ইউনিয়নের বাসিন্দা সেকেন্দার আলী হাওলাদারের স্ত্রী নাসিমা বেগম দীর্ঘদিন ধরে পেপটিক আলসারে ভুগছিলেন। বেশি অসুস্থ হয়ে পড়লে গত ৩০ অক্টোবর বরিশাল জেনারেল হাসপাতালে ভর্তি করান। সেখানের চিকিৎসক ওই নারীর উন্নত চিকিৎসার জন্য শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

পরে গত ৩১ অক্টোবর সন্ধ্যায় গুরুতর অসুস্থ অবস্থায় নাসিমাকে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। প্রথমে তাদের চতুর্থ তলার মেডিসিন বিভাগের ৫নং ওয়ার্ডে ভর্তি করা হয়। হাতে জখম থাকায় নাসিমা বেগমকে ১ নভেম্বর তৃতীয় তলায় সার্জারি বিভাগের ৯নং ওয়ার্ডে স্থানান্তর করা হয়।

সেকেন্দার আলী জানান, শনিবার ইমার্জেন্সীতে নিয়ে আসার সময়ে ডাক্তার যে ওষুধ দিয়েছে সেই ওষুধই টানা তিন দিন চলেছে। ওয়ার্ডে রোগী নেওয়ার পর থেকে এক সেকেন্ডের জন্যও কোন ডাক্তার দেখতে আসেনি। নার্সদের কাছে পরামর্শ করতে গেলে তারা খারাপ আচরণ করে তাড়িয়ে দিত।

সেকেন্দার আলী বলেন, আমরা যেদিন ভর্তি হয়েছি সেদিন দেখেছি ডাক্তাররা তাদের রুমে তালা লাগিয়ে চলে গেছেন। ডাক্তাররা চিকিৎসা না দিয়ে আমার স্ত্রীকে মেরে ফেলেছে। তারা চিকিৎসা দিলে কোন সমস্যা হতো না বলে মত তার।

হাসপাতালের পরিচালক ডা. বাকির হোসেন জানান, চিকিৎসার অভাবে কেউ মারা গেছে এমন অভিযোগ জানা নেই। বিষয়টি আমি খোঁজ নিয়ে দেখছি। অভিযোগ প্রমাণিত হলে ব্যবস্থা নেয়া হবে।


সর্বশেষ সংবাদ