ইন্টার্নি করা হাসপাতালে লাশ হয়ে ফিরলেন আরাফাত

আরাফাত পাঠান
আরাফাত পাঠান  © সংগৃহীত

সিরাজগঞ্জ সদর উপজেলার বঙ্গবন্ধু সেতু পশ্চিম গোলচত্বর এলাকায় এক মালবাহী ট্রাক চাপায় আরাফাত পাঠান (২৫) নামে এক মেডিকেল কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকাল ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর আজ ওই হাসপাতালেই তাঁর মরদেহ পাঠানো হয়।

নিহত আরাফাত পাঠান (২৬) ময়মনসিংহের ভালুকা উপজেলার বান্দিয়া গ্রামের হারিজ পাঠানের ছেলে। তিনি সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ থেকে পাস করে ২৫০ শয্যা বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ইন্টার্ন করছিলেন।

শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মো. নজরুল ইসলাম জানান, আরাফাত গত মার্চ মাসে এমবিবিএস পাঠ সমাপ্ত করে সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ইন্টার্নি করছিলেন।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোসাদ্দেক হোসেন জানান, আরাফাত পাঠান ময়মনসিংহ থেকে মোটরসাইকেল যোগে সিরাজগঞ্জের দিকে যাচ্ছিলেন। সয়দাবাদ রোড ডিভাইডারের কাছে পৌঁছালে পেছন থেকে চার লেন মহাসড়ক নির্মাণকাজের মালবাহী একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই সে মারা যায়।


সর্বশেষ সংবাদ