মৃগী রোগে আক্রান্ত হয়ে ভারতীয় মেডিকেল ছাত্রীর মৃত্যু

১৪ এপ্রিল ২০১৯, ০১:১২ PM
তায়রুন্নেছা মেমোরিয়াল মেডিকেল কলেজ

তায়রুন্নেছা মেমোরিয়াল মেডিকেল কলেজ © সংগৃহীত

মৃগী রোগে আক্রান্ত হয়ে কুরাত উল অ্যানি নামে এক ভারতীয় মেডিকেল ছাত্রীর মৃত্যু হয়েছে। সে গাজীপুর সিটি কর্পোরেশনের গাছা থানাধীন বড়বাড়ি এলাকার তায়রুন্নেছা মেমোরিয়াল মেডিকেল কলেজ হাসপাতালের এমবিবিএস চতুর্থ বর্ষের ছাত্রী।

গাছা থানার ওসি মো. ইসমাইল হোসেন জানান, নিহত কুরাত ভারতের জম্মু কাশ্মীর প্রদেশের আহম্মদ আলীর মেয়ে। তিনি মৃগী রোগী ছিলেন। শনিবার সকাল সাড়ে ৬টার দিকে কলেজ হোস্টেলে তার খিঁচুনী শুরু হয়। পরে তাকে ওই হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিষয়টি তার স্বজনদের জানানো হয়েছে। আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে দেশে নিয়ে যাওয়ার জন্য তার লাশটি স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই কলেজের এক চিকিৎসক জানান, দীর্ঘ দিন ধরেই কুরাত ইপিলেপসি রোগে ভুগছিলেন। এ রোগীদের নিয়মিত ওষুধ সেবন করতে হয়। যে কোনো সময়ই এ রোগের লক্ষণ অর্থাৎ খিঁচুনী দেখা দিতে পারে। বেশ কিছুদিন ধরে তিনি ওষুধ সেবন বন্ধ করে দেন।

শনিবার ভোরে হোস্টেলে নিজের কক্ষে ফজরের নামাজ পড়েন। পরে সেখানেই বিছানায় শুয়ে থাকা অবস্থায় কুরাতের খিঁচুনী দেখা দেয়।

তার খিঁচুনীর শব্দ টের পেয়ে তার তার রুমমেট সতীর্থের ঘুম ভেঙ্গে যায়। পরে তাকে ওই হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রিয়তোষ সূত্রধর জনী তাকে মৃত ঘোষণা করেন।

ভোট চুরি ঠেকাতে ১১ ফেব্রুয়ারি থেকে পাহাড়ায় থাকার আহ্বান রুম…
  • ২৪ জানুয়ারি ২০২৬
ভারতের অধিকাংশ পণ্যের জিএসপি সুবিধা স্থগিত করল ইইউ
  • ২৪ জানুয়ারি ২০২৬
ইউনিটপ্রধানদের কর্মস্থল ছাড়তে লাগবে আইজিপির অনুমতি
  • ২৪ জানুয়ারি ২০২৬
রাজধানীতে ভবনের ছাদ থেকে পড়ে ব্যাংক কর্মকর্তার মৃত্যু
  • ২৪ জানুয়ারি ২০২৬
মুড়ি-বাতাসা নিয়ে নির্বাচনী প্রচারণায় এনসিপির প্রার্থী
  • ২৪ জানুয়ারি ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় কালার-ধন মিয়ার গোষ্ঠীর সংঘর্ষ, ১১ নারী গ্রে…
  • ২৪ জানুয়ারি ২০২৬