বন্ধুর সঙ্গে ঘুরতে বেরিয়ে ট্রাকে চাকায় পিষ্ট মেডিকেল ছাত্রী

১৪ ফেব্রুয়ারি ২০১৯, ১২:৫৩ AM
নিহত তানিজা হায়দার

নিহত তানিজা হায়দার © ফেসবুক থেকে

বসন্তবরণ উপলক্ষে বন্ধুর সাথে বাইকে ঘুরতে বের হয় পাবনা মেডিকেল কলেজের তৃতীয় বর্ষের ছাত্রী তানিজা হায়দার (২১)। বাইকে করে যাচ্ছিলেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। গন্তব্যে পৌঁছানোর আগেই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ হারান তানিজা।

বুধবার সন্ধ্যায় পাবনা শহরের কেন্দ্রীয়বাস টার্মিনাল সংলগ্ন মহেন্দ্রপুরে এই ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন তানিজার বন্ধু ও একই মেডিকেল কলেজের পঞ্চম বর্ষের ছাত্র ইমরান চৌধুরী। আহত অবস্থায় তাকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। নিহত তানিজা রাজশাহী জেলার লক্ষীপুর কাঁচাবাজার এলাকার বন বিভাগে কর্মরত শাম্মাক হায়দারের মেয়ে।

প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানান, পাবনা কেন্দ্রীয় বাস টার্মিনাল পার হয়ে পাবনা-ঢাকা মহাসড়কে উঠতেই পেছন থেকে একটি ব্যাটারিচালিত আটোরিকশা তাঁদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে তানিজা ছিটকে সড়কে পড়েন। তৎক্ষণাৎ দ্রুতগামী একটি ট্রাক তাকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলে তানিজার মৃত্যু হয়। পরে আহত অবস্থায় স্থানীয় লোকজন ইমরানকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে পাঠান। তানিজা নিহত হওয়ার খবরে পাবনা মেডিকেল কলেজ ক্যাম্পাসে শোকের ছায়া নেমে আসে

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুল হক বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে ট্রাকটি আটক করেছি। ট্রাকের ঘাতক চালক ও চালকের সহকারী পালিয়ে গেছেন। তবে তাঁদের ধরার চেষ্টা চলছে।’

ভোট চুরি ঠেকাতে ১১ ফেব্রুয়ারি থেকে পাহাড়ায় থাকার আহ্বান রুম…
  • ২৪ জানুয়ারি ২০২৬
ভারতের অধিকাংশ পণ্যের জিএসপি সুবিধা স্থগিত করল ইইউ
  • ২৪ জানুয়ারি ২০২৬
ইউনিটপ্রধানদের কর্মস্থল ছাড়তে লাগবে আইজিপির অনুমতি
  • ২৪ জানুয়ারি ২০২৬
রাজধানীতে ভবনের ছাদ থেকে পড়ে ব্যাংক কর্মকর্তার মৃত্যু
  • ২৪ জানুয়ারি ২০২৬
মুড়ি-বাতাসা নিয়ে নির্বাচনী প্রচারণায় এনসিপির প্রার্থী
  • ২৪ জানুয়ারি ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় কালার-ধন মিয়ার গোষ্ঠীর সংঘর্ষ, ১১ নারী গ্রে…
  • ২৪ জানুয়ারি ২০২৬