স্বাস্থ্যমন্ত্রীর নির্দেশে আহত ২ জন ঢাকায় প্রেরণ, ক্ষতিপূরণ দাবি

১৮ জানুয়ারি ২০১৯, ০৯:৫১ PM
নির্মাণাধীন ভবনে ঢালাইয়ের সময় ছাদ ধ্বসে পড়ে

নির্মাণাধীন ভবনে ঢালাইয়ের সময় ছাদ ধ্বসে পড়ে

কুষ্টিয়া মেডিকেল কলেজের নির্মাণাধীন ভবনে ঢালাইয়ের সময় ছাদ ধ্বসে হতহাতের ঘটনায় শুক্রবার প্লানিং কমিশনের দুই সদস্যের টিম ঘটনাস্থল পরিদর্শন করেন। প্রাথমিক তদন্তে নির্মাণ কাজে অনিয়ম-ক্রুটি ও ঠিকাদারী প্রতিষ্ঠানের চরম গাফিলতি ধরা পড়েছে। ঘটনার পর থেকেই ঠিকাদারী প্রতিষ্ঠানের লোকজন রয়েছে লাপাত্তা। অপরদিকে স্বাস্থ্যমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আশঙ্কাজনক দুইজনকে শুক্রবার ঢাকায় স্থানান্তর করা হয়েছে।

কুষ্টিয়া মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক এসএম মুস্তানজিদ জানান, কুষ্টিয়া ২৫০ শষ্যাবিশিষ্ট হাসপাতালে ভর্তিকৃত সোহেল ও শাহাবুদ্দিনকে শুক্রবার ঢাকা পাঠানো হয়েছে। স্পাইনাল কর্ড ও পিঠের হাড় ভেঙ্গে মারাত্মক আহত ওই দুই শ্রমিককে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা নিউরো সাইন্স ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। স্বাস্থ্যমন্ত্রীর নির্দেশে এদের দুজনকে ঢাকায় স্থানান্তর ও সম্পূর্ণ সরকারি খরচে চিকিৎসার ব্যয়বহন করা হবে। এদিকে ভবন ধ্বসের ঘটনার পর থেকে ঠিকাদারী প্রতিষ্ঠানের সত্বাধিকারী জহুরুল ইসলামসহ তার লোকজন পলাতক রয়েছে।

দুর্ঘটনায় নির্মাণ শ্রমিক বজলুর রহমান নিহতের ঘটনায় এখনো থানায় কোন মামলা হয়নি। ঠিকাদারী প্রতিষ্ঠানের অনিয়ম-দুর্নীতি ও উদাসীনতায় নিরীহ শ্রমিক হতাহাতের ঘটনায় ক্ষতিগস্থ ওই পরিবারের সদস্যরা ভেঙ্গে পড়েছেন। হতাহতের ঘটনায় উপার্জনক্ষম ব্যক্তিদের হারিয়ে ক্ষতিগ্রস্থ অতি-দরিদ্র পরিবারের সদস্যরা কিভাবে চলবে- এনিয়ে তাদের উদ্বেগ-দুঃশ্চিতার শেষ নেই। দুর্ঘটনায় দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ নিহত ও আহতদের নির্মাণ শ্রমিকের পরিবার-পরিজনকে ঠিকাদারী প্রতিষ্ঠানের পক্ষ থেকে যথযথ ক্ষতিপূরণ দেয়ার দাবি তুলেছে এলাকাবাসী।

এদিকে ঘটনাস্থল পরিদর্শনকালে প্লানিং কমিশনের কর্মকর্তা সাইফুর রহমান জানান, নির্মাণ কাজে অনিয়ম-ক্রুটিসহ ঠিকাদারী প্রতিষ্ঠানের যথেষ্ট গাফিলতি ছিল। এছাড়া লোহার পাইপ দিয়ে ছাদের সাটারিং না করে নিম্নমানের ও দুর্বল বাঁশ ব্যবহার করায় ঢালাইয়ের সময় ছাদ ধ্বসে পড়ে হতাহাতের ঘটানটি ঘটেছে বলে তিনি উল্লেখ করেন। এদিকে কুষ্টিয়া জেলা প্রশাসনের পক্ষ থেকে গঠিত পাঁচ সদস্যের তদন্ত টিমও তদন্তকাজ শুরু করেছে। কমিটির প্রধান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আজাদ জাহান জানান, আগামী ২০ জানুয়ারির মধ্যে তদন্ত সম্পন্ন করে প্রতিবেদন দাখিল করা হবে।

প্রসঙ্গত, ১৭ জানুয়ারি কুষ্টিয়া মেডিকেল কলেজের নির্মাণধীন ভবনের গাড়ি বারান্দার ছাদ ধ্বসে শ্রমিক বজলুর রহমান (৬০) নিহত ও অপর পাঁচজন শ্রমিক আহত হন।

ভোট চুরি ঠেকাতে ১১ ফেব্রুয়ারি থেকে পাহাড়ায় থাকার আহ্বান রুম…
  • ২৪ জানুয়ারি ২০২৬
ভারতের অধিকাংশ পণ্যের জিএসপি সুবিধা স্থগিত করল ইইউ
  • ২৪ জানুয়ারি ২০২৬
ইউনিটপ্রধানদের কর্মস্থল ছাড়তে লাগবে আইজিপির অনুমতি
  • ২৪ জানুয়ারি ২০২৬
রাজধানীতে ভবনের ছাদ থেকে পড়ে ব্যাংক কর্মকর্তার মৃত্যু
  • ২৪ জানুয়ারি ২০২৬
মুড়ি-বাতাসা নিয়ে নির্বাচনী প্রচারণায় এনসিপির প্রার্থী
  • ২৪ জানুয়ারি ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় কালার-ধন মিয়ার গোষ্ঠীর সংঘর্ষ, ১১ নারী গ্রে…
  • ২৪ জানুয়ারি ২০২৬