ঢাকা মেডিকেল কলেজ শিক্ষার্থীদের ক্লাস বর্জন

বুধবার সচিবালয় অভিমুখে চিকিৎসকদের পদযাত্রায় পুলিশি বাঁধা
বুধবার সচিবালয় অভিমুখে চিকিৎসকদের পদযাত্রায় পুলিশি বাঁধা  © সংগৃহীত

চিকিৎসকদের ওপর পুলিশি হামলার অভিযোগ এনে ক্লাস বর্জন করেছেন ঢাকা মেডিকেল কলেজের (ডিএমসি) শিক্ষার্থীরা। একইসঙ্গে বৃহস্পতিবার (১৩ মার্চ) হামলার প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছেন তারা। 

বুধবার (১২ মার্চ) রাতে এ তথ্য নিশ্চিত করেছেন ডিএমসির শিক্ষার্থী তাওফিক মিশু।

তাওফিক মিশু বলেন, ‘ বুধবার বিকেলে শিক্ষা ভবনের সামনে ডাক্তারদের শান্তিপূর্ণ অবস্থানে পুলিশ লাঠিচার্জ এবং চিকিৎসকদের ওপর হামলা করেছে আমরা হামলার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। প্রশাসনের পক্ষ থেকে এমন আচরণ কোনোভাবেই কাম্য নয়।”

আব্দুল্লাহ আল নোমান নামে আরেক শিক্ষার্থী বলেন, চিকিৎসকদের ওপর হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এর প্রতিবাদে মেডিকেলের অ্যাকাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে এবং আমরা বিষয়টি সবাইকে জানাব। সেইসঙ্গে ক্যাম্পাসের মিলন চত্বরে বিক্ষোভ মিছিল করব। হামলায় জড়িত পুলিশ কর্মকর্তাদের বিচার নিশ্চিত করতে হবে। 

এর আগে, বুধবার রাতে হামলার প্রতিবাদে ঢাকা মেডিকেল কলেজে থেকে বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। মিছিলটি ঢাকা মেডিকেল ক্যাম্পাস থেকে শুরু হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে গিয়ে শেষ হয়। এ সময় তারা ৩ টি দাবি তুলে ধরেন। 

দাবিগুলো হল:

১. আগামী ২৪ ঘণ্টার মধ্যে হামলায় জড়িত সব পুলিশের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। 

২. হামলার জন্য স্বরাষ্ট্র উপদেষ্টাসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের ক্ষমা চাইতে হবে।

৩. দায়িত্বহীনতার পরিচয় দেওয়ায় স্বাস্থ্য উপদেষ্টার ক্ষমা চাইতে হবে।


সর্বশেষ সংবাদ