মেডিকেলের পরীক্ষা এগোনোর দাবিতে বিএমডিসি অবরোধ

০৫ মার্চ ২০২৫, ০৪:০৭ PM , আপডেট: ০৭ জুলাই ২০২৫, ০৩:৪৭ PM
বিএমডিসি ভবন

বিএমডিসি ভবন © সংগৃহীত

চলতি বছরের মে মাসে অনুষ্ঠিতব্য ফাইনাল পেশাগত এমবিবিএস পরীক্ষা মার্চে এগিয়ে আনার দাবিতে ঢাকার বিজয়নগরে বিক্ষোভ করছেন অকৃতকার্য ও অনিয়মিত মেডিকেল শিক্ষার্থীরা। বুধবার (২৮ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টা থেকে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি) ভবনের সামনে অবস্থান নিয়ে তারা অবরোধ কর্মসূচি পালন করছেন। এতে ভবনের ভেতরে থাকা কেউ বের হতে কিংবা প্রবেশ করতে পারছেন না।

বিএমডিসির রেজিস্ট্রার ডা. মো. লিয়াকত আলী জানান, কয়েকশ শিক্ষার্থী ভবনের প্রধান ফটকে অবস্থান নেওয়ায় বিএমডিসিসহ ভবনের তিনটি অফিসের কার্যক্রম ব্যাহত হচ্ছে। তিনি বলেন, “এখানে শুধু বিএমডিসির অফিস নয়, নার্সিং কাউন্সিলসহ আরও কয়েকটি দপ্তর রয়েছে। জরুরি কাজে আসা ব্যক্তিরাও এতে সমস্যার সম্মুখীন হচ্ছেন।”

আন্দোলনকারীদের অভিযোগ, ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত ২০১৮-২০১৯ সেশনের শিক্ষার্থীদের জন্য পৃথক পরীক্ষা আয়োজনের কথা থাকলেও বিএমডিসি সেটি না করে মে মাসে ২০১৯-২০২০ ব্যাচের সঙ্গে পরীক্ষা নিতে চাচ্ছে। এতে তারা আরও পিছিয়ে পড়বেন এবং উচ্চতর ডিগ্রির (এমডি, এমএস, এফসিপিএস) পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ হারাবেন।

আনন্দ নামে আন্দোলনকারী এক শিক্ষার্থী বলেন, “নিয়ম অনুযায়ী আমাদের জন্য আলাদা পরীক্ষা হওয়ার কথা, কিন্তু বিএমডিসি সেটি দিচ্ছে না। দুই ব্যাচের পরীক্ষা একসঙ্গে হলে আমরা আরও দেরিতে পরীক্ষায় বসতে বাধ্য হবো, যা আমাদের জন্য বড় ধরনের ক্ষতি।”

এদিকে, শিক্ষার্থীদের দাবি নাকচ করে বিএমডিসির রেজিস্ট্রার লিয়াকত আলী জানান, গত বছরের নভেম্বরে অনুষ্ঠিত ফাইনাল এমবিবিএস পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য পরবর্তী পরীক্ষা মে মাসেই অনুষ্ঠিত হওয়ার কথা। তার ভাষায়, “নিয়ম অনুযায়ী বছরে দুটি পরীক্ষা হয়—মে এবং নভেম্বর মাসে। শিক্ষার্থীদের দাবিকৃত মধ্যবর্তী পরীক্ষা নেওয়া কারিকুলামের পরিপন্থী।”

গত ২৮ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা অনুষদের ডিন অধ্যাপক ডা. মো. মোস্তাক আহমেদের সঙ্গে শিক্ষার্থীদের এই দাবির বিষয়ে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের কার্যপত্রে জানানো হয়, কারিকুলাম অনুযায়ী মে মাসের পূর্বে কোনো পরীক্ষা নেওয়ার সুযোগ নেই এবং নির্ধারিত সময়েই পরীক্ষা অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, গত বছরের নভেম্বরে অনুষ্ঠিত পরীক্ষায় প্রায় এক হাজার শিক্ষার্থী এক বা একাধিক বিষয়ে অনুত্তীর্ণ হন। তাদের মানোন্নয়ন পরীক্ষা আগামী মে মাসে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও শিক্ষার্থীরা তা মার্চে এগিয়ে নেওয়ার দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন।

প্রতীক বরাদ্দের আগে ভোট চাওয়া বিএনপি প্রার্থীকে কারণ দর্শান…
  • ১৪ জানুয়ারি ২০২৬
ডিগ্রি প্রথম বর্ষের সর্বশেষ রিলিজ স্লিপের তালিকা প্রকাশ কাল
  • ১৪ জানুয়ারি ২০২৬
জুলাই অভ্যুত্থানের আসামীর পদোন্নতির প্রতিবাদ করায় ছাত্রদল ন…
  • ১৪ জানুয়ারি ২০২৬
সব রেকর্ড ভাঙল স্বর্ণ, ভরি কত?
  • ১৪ জানুয়ারি ২০২৬
বিএনপি ছেড়ে জামায়াতে যোগ দিলেন গাজীপুর মহানগর মুক্তিযোদ্ধা …
  • ১৪ জানুয়ারি ২০২৬
পরিচালক নাজমুল পদত্যাগ না করলে সব ধরনের ক্রিকেট বর্জনের ঘোষ…
  • ১৪ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9