দেশে মেডিকেল কলেজের সংখ্যা কত—জানালেন স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন
স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন  © ফাইল ছবি

বর্তমানে দেশে সরকারি ও বেসরকারি মিলে মেডিকেল কলেজের সংখ্যা ১১০টি বলে সংসদে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন।

মঙ্গলবার (২৫ জুন) বিকেলে জাতীয় সংসদের ২০২৪-২৫ অর্থবছরের বাজেট অধিবেশন বরিশাল-৪ আসনের সংসদ সদস্য পংকজ দেবনাথের প্রশ্নে মন্ত্রী এই তথ্য জানান। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার ড শিরীন শারমীন চৌধুরী।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে সরকারি মেডিকেল কলেজ ৩৭টি এবং আসন সংখ্যা ৫ হাজার ৩৮০টি। এছাড়া, বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক পরিচালিত সরকারি মেডিকেল কলেজ ১টি এবং আসন সংখ্যা ১২৫টি।

এছাড়া বেসরকারি মেডিকেল কলেজ ৬৭টি এবং আসন সংখ্যা ৬ হাজার ২৯৭টি। এছাড়া, বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক পরিচালিত বেসরকারি মেডিকেল কলেজ ৫টি এবং আসন সংখ্যা ২৬০টি।

 

সর্বশেষ সংবাদ