শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট বুধবার উদ্বোধন করা হবে বলে জানান ইনস্টিটিউটের চিফ কোঅর্ডিনেটর ডা. সামন্ত লাল সেন। তিনি বলেন, ‘পুড়ে যাওয়া রোগীদের চিকিৎসায় শেখ হাসিনা ন্যাশনাল বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট থেকে রোগীদেরকে সর্বোত্তম সেবা দেওয়া হবে।’ প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাসপাতালটি উদ্বোধন করবেন বলে আশা করা হচ্ছে।
স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের আশা করেন, এই বিশেষায়িত হাসপাতাল থেকে পোড়ার রোগীরা উন্নততর চিকিৎসা সেবা পাবেন। তিনি বলেন, ‘আধুনিক যন্ত্রপাতি ও প্রযুক্তি সম্বলিত এই ইনস্টিটিউটটি চিকিৎসা, গবেষণা ও অধ্যয়নের কেন্দ্রে পরিণত হবে।৫০০ শয্যা, ৫০টি ইনটেনসিভ কেয়ার ইউনিট, ১২টি অপারেশন থিয়েটার বিশিষ্ট এই ইনস্টিটিউটটি বিশ্বের বৃহত্তম বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পরিণত হবে।’
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল একেএম নাসিরউদ্দিন বলেন, ‘বাংলাদেশ সেনাবাহিনী নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে ইনস্টিটিউটটি নির্মাণ করেছে।’ এই ইনস্টিটিউটটি নির্মাণ করতে ব্যয় হয়েছে আনুমানিক ৫২২ কোটি টাকা।
প্রসঙ্গত, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৬ সালের ৬ এপ্রিল এই ইনস্টিটিউটটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। মূলভবনের নির্মাণকাজ শুরু হয় ২০১৬ সালের ২৭ এপ্রিল।