রাজশাহী মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের চার কর্মকর্তা সাময়িক বরখাস্ত

৩০ মে ২০২৪, ১২:১২ PM , আপডেট: ০২ আগস্ট ২০২৫, ০৩:২৯ PM
রাজশাহী মেডিক্যাল বিশ্ববিদ্যালয়

রাজশাহী মেডিক্যাল বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

রাজশাহী মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (রামেবি) চার কর্মকর্তাকে নানা অনিয়ম-দুর্নীতির অভিযোগে সাময়িক বরখাস্ত করেছে প্রশাসন। গত মঙ্গলবার (২৮ মে) বিশ্ববিদ্যালয়ের ১৬তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। 

বরখাস্তকৃত কর্মকর্তারা হলেন- বিশ্ববিদ্যালয়ের সেকশন অফিসার শারমিন আক্তার নূর, সহকারী কলেজ পরিদর্শক নাজমুল হোসাইন, উপ-কলেজ পরিদর্শক জোহা মোহাম্মদ মেহেরার ও পরামর্শক কনসালট্যান্ট রিয়াজাত হোসেন রিটু।

রামেবির উপাচার্য এ জেড এম মোস্তাক হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেছেন, অনিয়মের কারণে সাময়িক বরখাস্ত করা হয়েছে চারজনকে। বরখাস্তের চিঠিও দেওয়া হয়েছে তাদের। বিষয়টি তদন্তের জন্য তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে দ্রুত প্রতিবেদন দেওয়ার জন্য বলা হয়েছে বলে জানান তিনি।

বিশ্ববিদ্যালয় থেকে পাওয়া তথ্য অনুযায়ী- সিন্ডিকেট সদস্য ওমর ফারুক চৌধুরী এমপিকে তদন্ত কমিটির আহ্বায়ক করা হয়েছে। সদস্যরা হলেন সিন্ডিকেট সদস্য ও কোষাধ্যক্ষ অধ্যাপক রুস্তম আলী আহমেদ, অধ্যাপক সানাউল হক মিয়া এবং তানজিমুল হক।

আরো পড়ুন: গুচ্ছে ভর্তি আবেদন ৩ লাখ ছুঁই ছুঁই, কোন বিশ্ববিদ্যালয়ে কত?

জানা গেছে, বিনা অনুমতিতে ছুটিতে থাকায় সেকশন অফিসার শারমিন আক্তার নূরকে এবং অনিয়ম ও দুর্নীতির সঙ্গে জড়িত থাকার অভিযোগে নাজমুল হককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এছাড়া টেন্ডারবাজিসহ নানা অভিযোগ ওঠায় পরামর্শক রিয়াজাত হোসেন রিটুকে সাময়িক বরখাস্ত করা হয়।

আর চুক্তিভিত্তিক ছয়বার নিয়োগ পেয়ে অনিয়ম-দুর্নীতিতে জড়িয়ে পড়ায় সাময়িক বরখাস্ত করা হয়েছে উপ-কলেজ পরিদর্শক জোহা মোহাম্মদ মেহেরারকে।

 
আনসার ব্যাটালিয়ন অফিস কমপাউন্ডে ককটেল বিস্ফোরণ
  • ৩১ জানুয়ারি ২০২৬
সরকারের ঋণ নিয়ে ঢাবি অধ্যাপকের ছড়ানো তথ্য সঠিক নয়
  • ৩১ জানুয়ারি ২০২৬
‘নির্ধারিত সময়ের আগে সরকারি বাসা ছেড়েও মিডিয়া ট্রায়ালের শিক…
  • ৩১ জানুয়ারি ২০২৬
শেরপুরে সেই জামায়াত নেতা হত্যার ঘটনায় মামলা
  • ৩১ জানুয়ারি ২০২৬
‘শহীদের মায়ের আবেগকে অবমাননা অমানবিক ও নিন্দনীয়’
  • ৩১ জানুয়ারি ২০২৬
জুলাইয়ে শহীদ সাংবাদিক মেহেদির বাবাকে মারধর, অভিযোগ বিএনপির …
  • ৩১ জানুয়ারি ২০২৬