ফাইনাল প্রফেশনাল পরীক্ষায় বাধা কাটলো মেডিকেল শিক্ষার্থীদের

০৯ অক্টোবর ২০১৮, ০৭:১৯ PM

© ফাইল ফটো

এখন থেকে আগের নিয়মেেই ফাইনাল প্রফেশনাল পরীক্ষা দিতে পারবে মেডিকেল শিক্ষার্থীরা।  তৃতীয় প্রফেশনালে (বর্ষ) পাস করার পর একবছর পূর্ণ হলেই মেডিক্যাল শিক্ষার্থীরা ফাইনাল প্রফেশনাল পরীক্ষা দিতে পারবে মর্মে জারি করা বাংলাদেশ মেডিক্যাল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) বিজ্ঞপ্তি স্থগিত করেছেন হাইকোর্ট।  ফলে ফাইনাল প্রফেশনাল পরীক্ষায় আর কোন বাধা থাকলো না বলে জানিয়ে আইনজীবীরা।

মঙ্গলবার বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিক আল জলিলের সমন্বয়ে গঠিত হাইকোর্টে বেঞ্চ এা রিট আবেদনের শুনানিতে এই আদেশ দেন।  এসময় আদালতে ৩৬ জন রিটকারীর পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মো. আবদুন নূর দুলাল।

২০১৬ সালের ৫ জুন বাংলাদেশ মেডিক্যাল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) এক বিজ্ঞপ্তিতে বলা হয়, মেডিক্যাল শিক্ষার্থীরা তৃতীয় প্রফেশনালে পাস করার পর একবছর পূর্ণ হওয়ার পরই ফাইনাল প্রফেশনালে পরীক্ষা দেওয়া যাবে।  কিন্তু তৃতীয় প্রফেশনালে যেসব শিক্ষার্থী দুই-একটি বিষয়ে পাস করতে পারেননি তারা পরে পরীক্ষা দিয়ে পাস করার পর একবছর পূর্ণ না হওয়ায় ২০১৬ সালের বিজ্ঞপ্তি অনুসারে তারা বঞ্চনার মুখে পড়েন।  এর পরিপ্রেক্ষিতে বিভিন্ন মেডিক্যাল কলেজের ৩৬ জন শিক্ষার্থী হাইকোর্টে রিট দায়ের করেন।  সেই রিটের শুনানিতে আদালত ওই বিজ্ঞপ্তির ওপর স্থগিতাদেশ দেন।

এ আদেশের ফলে বিএমডিসি’র ২০১২ সালের বিজ্ঞপ্তি অনুসারে সারাদেশের মেডিক্যাল শিক্ষার্থীদের তৃতীয় প্রফেশনাল পরীক্ষার পর একবছর পূর্ণ না হলেও ফাইনাল প্রফেশনালে পরীক্ষা দেওয়ার বাধা থাকলো না বলে জানান আইনজীবী মো. আবদুন নূর দুলাল।

গণঅধিকার পরিষদের এক প্রার্থীর মনোনয়ন পুনর্বহাল
  • ২৪ জানুয়ারি ২০২৬
ফজলুর রহমানের নির্বাচনী জনসভায় চেয়ার ছোড়াছুড়ি
  • ২৪ জানুয়ারি ২০২৬
দায়িত্ব পেলে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করব: জামায়াত আমির
  • ২৪ জানুয়ারি ২০২৬
ভোট চুরি ঠেকাতে ১১ ফেব্রুয়ারি থেকে পাহাড়ায় থাকার আহ্বান রুম…
  • ২৪ জানুয়ারি ২০২৬
ভারতের অধিকাংশ পণ্যের জিএসপি সুবিধা স্থগিত করল ইইউ
  • ২৪ জানুয়ারি ২০২৬
ইউনিটপ্রধানদের কর্মস্থল ছাড়তে লাগবে আইজিপির অনুমতি
  • ২৪ জানুয়ারি ২০২৬