কলকাতা মেডিকেল কলেজ হাসপাতাল © সংগৃহীত
পশ্চিমবঙ্গের কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এসময় নিরাপত্তা ঝুঁকিতে সরিয়ে নেয়া হয়েছে প্রায় আড়াই শতাধিক রোগীকে।
স্থানীয় সময় সকাল পৌনে ৮টার দিকে একটি ওষুধের দোকান থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তারা। তবে, কীভাবে আগুন লেগেছে তা এখনও জানা যায়নি।
ভারতীয় সংবাদমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে, হাসপাতালের নিরাপত্তারক্ষী এবং রোগীর স্বজনরা প্রথম ধোঁয়া দেখতে পান হাসপাতালের বিল্ডিংয়ে। মুহূর্তেই আগুন ধোঁয়া ছড়িয়ে পড়ে গোটা হাসপাতাল জুড়ে। আতঙ্ক ছড়িয়ে পড়ে রোগী এবং তাদের আত্মীয়দের মধ্যে। হাসপাতালের এই বিল্ডিংয়ে রয়েছে কার্ডিওলজি, আইসিইউ, পুরুষ এবং নারীদের মেডিসিন বিভাগের ওয়ার্ড।
পরে আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট আসে। তারা ওষুধের দোকানের শাটার ও কাঁচ ভেঙ্গে ভিতরে ঢুকে আগুন নিয়ন্ত্রণে আনার জন্য চেষ্টা চালায়।
আগুন ছড়িয়ে পড়ার খবরে আতঙ্কিত হয়ে পড়েন রোগীরা। স্ট্রেচারে করে বের করে আনা হয়, গুরুতর অসুস্থ অনেক রোগীকে। ১৯৪৮ সালে প্রতিষ্ঠিত হাসপাতালটি উপমহাদেশের এক অন্যতম প্রাচীন স্থাপনা।