দারুন নাজাতের দ্বিতীয় প্রধান মুহাদ্দিসের মৃত্যু

মুফতি মুহাম্মদ শাহ জালাল হামিদী
মুফতি মুহাম্মদ শাহ জালাল হামিদী  © ফাইল ছবি

দারুন নাজাত সিদ্দীকিয়া কামিল মাদ্রাসার দ্বিতীয় প্রধান মুহাদ্দিস ও ধানমন্ডি আল-হেরা জামে মসজিদের খতিব, মুফতি মুহাম্মদ শাহ জালাল হামিদী ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাইহি রাজিউন।

তার এক নিকট আত্মীয় এবং শিক্ষার্থী দ্যা ডেইলি ক্যাম্পাসকে জানান, গত সপ্তাহে শিক্ষা সফরের কাজে শিক্ষার্থীদের সাথে চট্টগ্রাম যান মাওলানা শাহ জালাল হামিদী। সেখান থেকে ফেরার পথে তিনি সড়ক সড়ক দূর্ঘটনার শিকার হন এবং তিনি মাথায় মারাত্মকভাবে জখমপ্রাপ্ত। তাৎক্ষণিকভাবে তাকে চট্টগ্রামের একটি হাসপাতালে ভর্তি করানো হয়।’

তিনি আরও জানান, বৃহস্পতিবার (১১ নভেম্বর) রাতে অবস্থার অবনতি হলে ডাক্তারদের পরামর্শে শাহজালাল হামিদীকে ঢাকায় উন্নত চিকিৎসার জন্য নিয়ে আসা হয়। তবে ঢাকায় আসার পথেই তার নাক ও কান ​দিয়ে রক্তক্ষরণ শুরু হয় এবং রাত আনুমানিক ২টার দিকে তিনি ইন্তোকাল করেন।

শুক্রবার (১২) অক্টোবর বাদ জুমা দারুন নাজাত সিদ্দীকিয়া কামিল মাদ্রাসা মাঠে জানাযা শেষে মাঠসংলগ্ন কবরস্থানে তাকে দাফন করা হয়। জানাযায় ইমামতি করেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মাওলানা আখম আবু বকর সিদ্দীক।


সর্বশেষ সংবাদ