হাইকোর্টের রুল জারি

মাদ্রাসায় অবৈধভাবে অধ্যক্ষ নিয়োগ, তিন মাস পেরোলেও ব্যবস্থা নেই

২৪ মার্চ ২০২১, ১০:৩৪ AM

© ফাইল ফটো

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ কামিল মাদ্রাসায় অবৈধভাবে অধ্যক্ষ নিয়োগ হয়েছে, এমনটা প্রমাণ হওয়ার তিন মাস পেরোলেও কোনো ব্যবস্থা নেয়নি প্রতিষ্ঠানটির গভর্নিং বডি ও মাদ্রাসা শিক্ষা অধিদফতর। অবৈধ অধ্যক্ষকে বহাল রাখতে প্রতিষ্ঠানটির গভর্নিং বডি ও অধিদফতরের সংশ্লিষ্ট কর্মকর্তারা তদন্ত প্রতিবেদন ধামাচাপা দিয়েছেন। 

এ নিয়ে হাইকোর্ট বেঞ্চে রিট আবেদন করেন অভিভাবক মো. লিলু মিয়া। গত ১৮ মার্চ ওই রিট পিটিশনের পরিপ্রেক্ষিতে কেন অধ্যক্ষ নিয়োগ অবৈধ হবে না জানতে চেয়ে চার সপ্তাহের রুল জারি করেন হাইকোর্ট।

গতকাল মঙ্গলবার (২৩ মার্চ) রিটকারী পক্ষের আইনজীবী মোহাম্মদ শিশির মনির বলেন, ‘চার সপ্তাহের মধ্যে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব, ইসলামিক আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও রেজিস্ট্রার, মাদ্রাসা শিক্ষা অধিদফতরের মহাপরিচালক, হবিগঞ্জের জেলা প্রশাসক এবং মাদ্রাসার গভর্নিং বডির সভাপতিসহ সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে।’

জানতে চাইলে মাদ্রাসা শিক্ষা অধিদফতরের সিলেট বিভাগের পরিদর্শক মোসাম্মৎ ফেরদৌসী আলম বলেন, ‘তদন্ত প্রতিবেদন আমাদের কাছে আছে। তবে এ বিষয়ে কথা বলতে পারবো না।’

‘ঊর্ধ্বতন’ পর্যায়ে কথা বলার পরামর্শ দেন পরিদর্শক মোসাম্মৎ ফেরদৌসী আলম।

এদিকে, যোগাযোগ করা হলে মাদ্রাসা অধিদফতরের মহাপরিচালক কে. এম রুহুল আমীন পরিদর্শক মোসাম্মৎ ফেরদৌসী আলমের সঙ্গে কথা বলতে বলেন। ফেরদৌসী আলমের সঙ্গে দ্বিতীয় দফায় যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আমি মোবাইল ফোনে কথা বলতে পারবো না।’

অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে মো. সাহাব উদ্দিন গতকাল মঙ্গলবার (২৩ মার্চ) দুপুরে বলেন, ‘এমপির সঙ্গে বৈঠকে আছি। এখন কথা বলতে পারবো না।’

সূত্র জানায়, অবৈধভাবে অধ্যক্ষ নিয়োগের অভিযোগে ২০২০ সালের ১০ ডিসেম্বর হবিগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বিজেন ব্যানার্জী জেলা প্রশাসকের কাছে তদন্ত প্রতিবেদন জমা দেন। তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে জেলা প্রশাসক অধ্যক্ষ সাহাব উদ্দিনের বিরুদ্ধে মাদ্রাসা শিক্ষা অধিদফতরের মহাপরিচালককে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সুপারিশ করেন।

জানা গেছে, হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ মডেল কামিল মাদ্রাসায় জনবল কাঠামো ও এমপিও নীতিমালা অনুসরণ না করেই মাদ্রাসার অধ্যক্ষ হিসেবে সাহাব উদ্দিনকে নিয়োগ দেওয়া হয়। এ ঘটনায় অনিয়মের অভিযোগ তুলে মাদ্রাসা শিক্ষা অধিদফতরের মহাপরিচালক বরাবর লিখিত অভিযোগ করেন অভিভাবক লিলু মিয়া। অভিযোগে বলা হয়, মো. সাহাব উদ্দিনকে নিয়োগ দেওয়ার উদ্দেশ্যে মাদ্রাসা কামিল হওয়া সত্ত্বেও ফাজিল স্তর দেখিয়ে কর্তৃপক্ষ অনিয়ম করে অধ্যক্ষ নিয়োগ দিয়েছে। এই অভিযোগে হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় সরেজমিন তদন্ত করে নিয়ম বহির্ভূতভাবে অধ্যক্ষ নিয়োগের প্রমাণও পায়।

এসইউবিতে ‘এফেক্টিভনেস অব এআই ইন এডুকেশন’ শীর্ষক সেমিনার অনু…
  • ২১ জানুয়ারি ২০২৬
রিট খারিজ, নির্বাচন করতে পারবেন না মঞ্জুরুল আহসান মুন্সী
  • ২১ জানুয়ারি ২০২৬
নতুন পে স্কেলে বেতন বাড়ছে আড়াই গুণ!
  • ২১ জানুয়ারি ২০২৬
রুয়েট ভর্তি পরীক্ষা কাল, আসনপ্রতি লড়বেন কত জন
  • ২১ জানুয়ারি ২০২৬
রাবির ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশের তারিখ জানা গেল
  • ২১ জানুয়ারি ২০২৬
শাবিপ্রবির প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ আজ
  • ২১ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9