© লোগো
করোনাভাইরাসের কারণে এক বছর ধরে সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকলেও শর্তসাপেক্ষে কওমি মাদ্রাসাগুলো খুলে দিয়েছে সরকার। সম্প্রতি কওমি মাদ্রাসা শিক্ষাবোর্ড ‘আল-হাইআতুল উলয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ’ তাদের দাওরায়ে হাদিস (মাস্টার্স) পরীক্ষা নেয়ার ঘোষণা দিয়েছে। সেই রুটিন দেখে ক্ষোভ জানিয়েছেন দাওরায়ে হাদিসের শিক্ষার্থীরা।
বোর্ডের ভ্যারিফাইড ফেসবুক পেজে রুটিন প্রকাশ করা হয়। রুটিন অনুযায়ী দাওরায়ে হাদিসের ২২ হাজারের বেশি শিক্ষার্থীর আগামী ৩১ মার্চ থেকে পরীক্ষা শুরু হবে, চলবে ৮ এপ্রিল পর্যন্ত। অর্থাৎ ৯ দিনে ১৩ বিষয়ে পরীক্ষা নেবে বোর্ড। কোনো বিরতি ছাড়াই পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে।
জানা গেছে, ৯ দিনে ১৩ বিষয়ের পরীক্ষা নেয়ায় ক্ষোভ জানিয়েছেন দাওরায়ে হাদিসের শিক্ষার্থীরা। তারা পরীক্ষার রুটিন পুনর্বিবেচনা করার দাবি জানিয়েছেন। একই সঙ্গে শুক্রবার পরীক্ষা না রাখাসহ তিন দফা দাবি জানিয়েছেন।
‘আল হাইআতুল উলয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ’ কওমি মাদরাসাগুলোর জন্য সরকারস্বীকৃত শিক্ষাবোর্ড। সরকার ২০১৮ সালে ১১ এপ্রিল জাতীয় সংসদের ৪৮ নং আইনে এই বোর্ডের অধীনে কওমি মাদরাসার সর্বোচ্চ স্তর দাওরায়ে হাদিসকে (ইসলামী শিক্ষা ও আরবি) মাস্টার্সের সমমান মর্যাদা দেয়।
রুটিন প্রকাশের পর কওমি মাদরাসার এক শিক্ষার্থী অভিযোগ করে বলেন, দাওরায়ে হাদীস (মাস্টার্স) পরীক্ষার দশটি বিষয়ের জন্য সময় দেয়া হয়েছে মাত্র ৯ দিন। এক দিনে দুই পরীক্ষাও রয়েছে। এছাড়াও শুক্রবারেও রয়েছে পরীক্ষা। এমন রুটিন আমাদের জন্য চাপ হয়ে যাবে। এভাবে পরীক্ষা নিলে আমাদের মানসিক চাপের পাশাপাশি শারীরিকভাবে ব্যাপক ক্ষতির আশঙ্কা রয়েছে।
কওমি মাদরাসার ছয়টি বোর্ডের সবগুলোর দাওরায়ে হাদিস আল-হাইআতুল উলয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশের অধীনে নিবন্ধিত। বোর্ডগুলো হলো- বেফাকুল মাদারিসিল আরাবিয়া, বাংলাদেশ আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিস, বাংলাদেশ বেফাকুল মাদারিসিল কওমিয়া গওহরডাঙ্গা, আযাদ দ্বীনী এদারায়ে তালীম বাংলাদেশ, তানযীমুল মাদারিসিল কওমিয়া বাংলাদেশ ও জাতীয় দ্বীনি মাদরাসা শিক্ষাবোর্ড বাংলাদেশ।