এমপিও নিয়ে নতুন নির্দেশনা
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২৫, ০৫:৪৯ PM
মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের আওতাধীন শিক্ষকদের এমপিও নিয়ে নতুন নির্দেশনা দিয়েছে অধিদপ্তর। নির্দেশনা অনুযায়ী এমপিও শিট অনুযায়ী তাদের বেতন-বিল প্রস্তুত করতে বলা হয়েছে।
রবিবার (১৪ ডিসেম্বর) মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক (অর্থ) মোহাম্মদ শুকুর আলম মজুমদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়েছে।
নির্দেশনায় বলা হয়েছে, ‘মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের আওতাধীন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (মাদ্রাসা) এর প্রতিষ্ঠান প্রধানদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, গত ১১/১২/২০২৫ তারিখ রোজ: বৃহস্পতিবার প্রকাশিত এমপিও শীটে কারিগরি ত্রুটি থাকায় আজ ১৪/১২/২০২৫ তারিখে ইস্যুকৃত এমপিও শীট অনুযায়ী মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের বেতন বিল প্রস্তুত করার জন্য অধ্যক্ষ/সুপার-কে নির্দেশক্রমে অনুরোধ করা হলো।’