তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসার শিক্ষার্থীদের প্রথম অ্যালামনাই অনুষ্ঠিত

০১ নভেম্বর ২০২৫, ০৭:১৯ PM , আপডেট: ০১ নভেম্বর ২০২৫, ০৭:২১ PM
তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসার প্রথম অ্যালামনাই

তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসার প্রথম অ্যালামনাই © সংগৃহীত

দেশের ঐতিহ্যবাহী তামীরুল মিল্লাত কামিল মাদ্রাসার শিক্ষার্থীদের প্রথম অ্যালামনাই কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (১ নভেম্বর) সকাল ৯টা থেকে দিনব্যাপী বাংলাদেশ চীন মৈত্রি সম্মেলন কেন্দ্র আগারগাঁওয়ে অ্যালামনাইয়ের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য দেন তা‘মীরুল মিল্লাত ট্রাস্টের সেক্রেটারি ও সাবেক প্রিন্সিপাল মাওলানা জয়নুল আবেদীন ও সভাপতিত্ব করেন মিল্লাতের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) ডক্টর খলীলুর রহমান মাদানী। 

৪ সেশনের অনুষ্ঠানে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান, মিল্লাত ট্রাস্টের চেয়ারম্যান প্রফেসর ড. কুরবান আলী, মিল্লাত ট্রাস্টের সেক্রেটারি ও সাবেক প্রিন্সিপাল মাওলানা জয়নুল আবেদীন, অন্তবর্তীকালীন সরকারের ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হাসান, আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ, আমার দেশ সম্পাদক ড. মাহমুদুর রহমান, ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. নকিব মো. নাসরুল্লাহ, ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. শামসুল আলম, মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মিয়া মুহাম্মদ নূরুল হক, জামায়াতের ঢাকা মহানগরী দক্ষিণের আমীর নূরুল ইসলাম বুলবুল, বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান ডক্টর কামালুদ্দীন আব্দুল্লাহ জাফরী, মাওলানা মোশতাক ফয়েজী, ডাকসু ভিপি সাদিক কায়েম, গভর্নিং বডি সদস্য প্রফেসর নুরুন্নবী মানিক, আব্দুর রহমান আলমাদানী,  ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম, সাবেক কেন্দ্রীয় সভাপতি হাফেজ রাশেদুল ইসলামসহ প্রমুখ।

জামায়াত আমির ডা. শফিকুর রহমান বলেন, সুদূর লন্ডন থেকে আপনাদের সাথে থাকতে পেরে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। তা‘মীরুল মিল্লাত, এক নামে যে মাদ্রাসাকে সারা দেশের মানুষ চিনে। বাংলাদেশে আরও হাজারো মাদরাসা আছে কিন্তু সেগুলো এতটা জনপ্রিয় হয়নি। এখান থেকে পড়ালেখা করা শিক্ষার্থীদের কাছে মাত্র দুটো বিষয় আমরা চাই। দ্বীনি জ্ঞানার্জনে নিজেকে গড়ে তুলবেন এবং পাশাপাশি সমাজ বদলের জন্য চেষ্টা করবেন।

এখানের ভাই-বোনেরা বিশ্বের গুরুত্বপূর্ণ স্থানে ভূমিকা রাখছেন। যেখানেই কাজ করেন, স্বার্থকতা খুঁজে পেতে হবে। প্রকৃত যারা দ্বীনি শিক্ষায় শিক্ষিত হয়েছে, তারাই ভাগ্যবান।

অনুষ্ঠানে আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান বলেন, আজকে আপনাদের জন্যে বিশেষত আমাদের জন্য খুব আনন্দের দিন। আজকে আপনারা প্রথম অ্যালামনাই কনফারেন্স করতে পারছেন। কারণ মহান জুলাই বিপ্লবের মাধ্যমে বাংলাদেশ পরিবর্তন হয়েছে। সকল জুলাই যোদ্ধাদের প্রতি আমার সালাম এবং আমার সম্মান সকল শহীদদের প্রতি। এই জুলাই বিপ্লব যেটা হয়েছে এটাকে আমি ব্যক্তিগতভাবে রাজনৈতিক, ধর্মীয় এবং সাংস্কৃতিক বিপ্লব হিসেবে দেখি। আমাদের বাঙালি মুসলমানের যে আত্মপরিচয়, সেই আত্মপরিচয় আমরা নতুন করে বুঝতে শিখেছি জুলাই বিপ্লবের মাধ্যমে। 

স্মৃতিচারণ করে তিনি বলেন, আসলে তা'মীরুল মিল্লাত মাদ্রাসা যে কতটা সুনাম অর্জন করেছে সেটা আমি টের পেলাম যখন ২০১৯ সালে মালয়েশিয়ার ইসলামিক ইউনিভার্সিটিতে একটু লেখাপড়া করতে গেলাম। তখন ওখানে গিয়ে দেখলাম তা'মীরুল মিল্লাতের ছাত্রদের খুব সুনাম এবং এটা দেখে আমি খুব গর্ববোধ করেছিলাম যে, বাংলাদেশের একটা মাদ্রাসার ছাত্রদের সুনাম আমি মালয়েশিয়ার বিশ্ববিদ্যালয়ে দেখতে পাচ্ছি। এটা আমার জন্য অত্যন্ত আনন্দের একটা সময় ছিল। আসলে মুসলমানদের জন্যে ইসলামী এবং আধুনিক শিক্ষার যে একটি মিশ্রণ, একটি মেলবন্ধন দরকার এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা তা'মীরুল মিল্লাত খুব সফলভাবে দেখাতে পেরেছে।

জুলাই বিপ্লবে মাদরাসা শিক্ষার্থীদের অবদানের কথা স্মরণ করে বক্তারা বলেন, এই মাদ্রাসার ছেলেরা যাত্রাবাড়িতে যে লড়াই করেছিল ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে এই ইতিহাস বারে বারে বলতে হবে। সুতরাং, আজকে আমরা বাংলাদেশের ইতিহাসে এক নতুন ইতিহাসের দ্বারপ্রান্তে উপস্থিত হয়েছি। আপনাদের সকলের কাছে আমার আহ্বান থাকবে আমরা যেন আমাদের এই বিজয় ধরে রাখতে পারি। এবং সেই বিজয় ধরে রাখার বিষয়ে ইনশাআল্লাহ তা'মীরুল মিল্লাত কামিল মাদ্রাসার ছেলেরা ও অ্যালামনাইরা সবাই নেতৃত্ব দেবেন। 

বাঙালি মুসলমানের রেনেসাঁ বাংলাদেশে দেখতে পাচ্ছি উল্লেখ করে বক্তারা আরো বলেন, এই রেনেসাঁ দেখবার জন্য আমরা দীর্ঘকাল ধরে অপেক্ষা করছি। আমি এখন আশাবাদী যে আমরা বাংলাদেশে সেই রেনেসাঁর দ্বারপ্রান্তে উপনীত হয়েছি। কারণ মুসলমানদের যদি রেনেসাঁ না হয় তাহলে সারা বিশ্বে আমরা মাথা উঁচু করে দাঁড়াতে পারবো না।

সারা বিশ্বে মুসলমানদের উপরে যে জুলুম চলছে তার প্রধান কারণ আমরা তাদের সাথে জ্ঞানে পেরে উঠছি না, বিজ্ঞানে পেরে উঠছি না। তাদের সঙ্গে জ্ঞান-বিজ্ঞানে আমরা যখন শ্রেষ্ঠত্ব অর্জন করতে পারবো তখনই আমরা মুসলমানদের সম্মান প্রতিষ্ঠা করতে পারবো। আমি মনে করি এই ক্ষেত্রে তা'মীরুল মিল্লাত একটা উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারে। যেটা তারা অনেকটা এখন পর্যন্ত দেখাতে সক্ষম হয়েছে আলহামদুলিল্লাহ। একারণেই আজকে তা'মীরুল মিল্লাতের ছেলেরা বিভিন্ন ভর্তি পরীক্ষায় প্রথম হয়। মাদ্রাসার ছেলেরা বিভিন্ন আধুনিক সেকুলার বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে ভিপি-জিএস নির্বাচিত হয়। এটা এক ধরনের সফলতা। 

তা'মীরুল মিল্লাতের সফলতা কামনা করে তারা বলেন, আমি এই প্রসঙ্গে আপনাদের একটা পুরনো ইতিহাস মনে করিয়ে দিতে চাই। এই বাংলাদেশে একজন সুফি একজন মহান ব্যক্তি এমন একটি মাদ্রাসা প্রতিষ্ঠা করেছিলেন আজ থেকে শত শত বছর আগে, সেই মাদ্রাসা সারা বিশ্বে অন্যতম শ্রেষ্ঠ মাদ্রাসা হিসেবে পরিচিত ছিল। সেই মহান ব্যক্তির নাম শরফুদ্দিন আবু তাওয়ামা। শরফুদ্দিন আবু তাওয়ামার যে মাদ্রাসা সোনারগাঁতে ছিল সেটা সারা বিশ্বে একটা এক্সাম্পল ছিল। এই সেঞ্চুরিতে আমি দেখতে চাই যেমন করে আবু তাওয়ামার মাদ্রাসা সারা বিশ্বে মুসলমানের জন্যে আলোকবর্তিকা হয়ে দাঁড়িয়েছিল -তেমনি তা'মীরুল মিল্লাত সারা বিশ্বে ইসলামী শিক্ষা এবং আধুনিক শিক্ষায় সারা পৃথিবীতে এক নম্বর স্থান অধিকার করবে। এটা আমি স্বপ্ন দেখি এবং এটা আমি দেখতে চাই।

প্রোগ্রামের আহবায়ক ও তা‘মীরুল মিল্লাত কামিল মাদ্রাসার প্রিন্সিপাল ডক্টর খলীলুর রহমান মাদানীর সভাপতিত্বে দেশের প্রতিথযশা শিক্ষাবিদ, রাজনীতিবিদ, আলিমে দ্বীন, প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকসহ এ মাদ্রাসার প্রতিষ্ঠালগ্ন থেকে বর্তমান ১২০টি ব্যাচের রেজিস্ট্রেশনকৃত ৩ হাজার মেধাবীর পদচারণায় দিনব্যাপী এ অ্যালামনাই জমকালো পরিবেশে অনুষ্ঠিত হয়।

বুটেক্স ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
  • ১৬ জানুয়ারি ২০২৬
নির্বাচন পর্যবেক্ষণে আসছে যুক্তরাষ্ট্রের দুই সংস্থা
  • ১৬ জানুয়ারি ২০২৬
কোপা দেল রের কোয়ার্টার-ফাইনালে বার্সেলোনা
  • ১৬ জানুয়ারি ২০২৬
স্বাস্থ্য সংক্রান্ত অনুসন্ধানে গুগলে দেখা যাবে না এআই ওভারভ…
  • ১৬ জানুয়ারি ২০২৬
আজ দেশব্যাপী বিক্ষোভ করবে ইনকিলাব মঞ্চ
  • ১৬ জানুয়ারি ২০২৬
জোটে যেসব আসন পেল বাংলাদেশ খেলাফত মজলিস
  • ১৬ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9