স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা জাতীয়করণের দাবিতে ধর্মঘট

৩০ মার্চ ২০১৯, ০৬:২৭ PM

© সংগৃহীত

সারাদেশে নিবন্ধনপ্রাপ্ত স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসাগুলো জাতীয়করণের দাবি করছেন বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষক সমিতি। শনিবার সকালে ১০টা থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান ধর্মঘট পালন করছেন স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষকেরা। বর্তমানে মাদ্রাসা বোর্ডে নিবন্ধনপ্রাপ্ত ১৫১৯টি স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা রয়েছে।

সংগঠনের সভাপতি মাওলানা হাফেজ কাজী ফয়েজুর রহমান বলেন, ১৯৯৪ সালে একই পরিপত্রে রেজিস্ট্রার বেসরকারি প্রাইমারি ও স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষকদের বেতন ৫০০ টাকা নির্ধারণ করা হয়। তিনি বলেন ‘প্রাথমিক বিদ্যালয়ের মতো সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সরকারি একই সিলেবাসে মা্দ্রাসায় শিক্ষার্থীদের পাঠদান করা হয়। অথচ মাস শেষে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকেরা ২২ থেকে ৩০ হাজার টাকা পর্যন্ত বেতন পান। আর ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষকেরা তেমন কোনো বেতন ভাতা পান না। এভাবেই বছরের পর বছর শিক্ষকতা করে আসছেন আসছেন তারা।’ 

সংগঠনের মহাসচিব কাজী মোখলেসুর রহমান বলেন, দেশের ১ হাজার ৫১৯টি ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষকদের মধ্যে প্রধান শিক্ষক সর্বসাকুল্যে ২ হাজার ৫০০ টাকা এবং সহকারী শিক্ষক ২ হাজার ৩০০ টাকা ভাতা পান। যা খুবই অপ্রতুল। গত ৩৪ বছর ধরে নিবন্ধন পাওয়া বাকি মাদ্রাসাগুলোর শিক্ষকেরা কোনো বেতন ভাতা পান না। 

তিনি বলেন, আমরা শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের দুর্দশা লাঘবে নিবন্ধনপ্রাপ্ত ইবতেদায়ি মাদ্রাসা জাতীয়করণের দাবি জানাই। অন্যথায় আমাদের অবস্থান ধর্মঘট চলবে।

 

চাঁদপুরের পাঁচ আসনে ৩৫ প্রার্থীর মধ্যে একমাত্র নারী প্রার্থ…
  • ২২ জানুয়ারি ২০২৬
বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্ত পরিবর্তন, মুনাফা পাবেন ৫ ব্যাংক…
  • ২২ জানুয়ারি ২০২৬
বিশ্বকাপ ইস্যুতে মুখ খুলছে না বিসিবি, কী আছে ভাগ্যে?
  • ২২ জানুয়ারি ২০২৬
মতলবে গ্যাস সিলিন্ডারের সংকট চরমে, দিশেহারা সাধারণ মানুষ
  • ২২ জানুয়ারি ২০২৬
কারিগরি শিক্ষা আধুনিকায়ন করা হবে: তারেক রহমান
  • ২২ জানুয়ারি ২০২৬
ক্যাশলেস সিস্টেমে প্রবেশ করতে যাচ্ছে যবিপ্রবি
  • ২২ জানুয়ারি ২০২৬