উপবৃত্তি: স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার তথ্য চেয়েছে অধিদপ্তর

মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর
মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর  © সংগৃহীত

প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের জন্য উপবৃত্তি পেতে ১ হাজার ৫১৯টি ইবতেদায়ি মাদ্রাসার তথ্য চেয়েছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর। আজ রবিবার (২৫ মে) মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক বেনজীর আহমেদ স্বাক্ষরিত এক নোটিশে এ তথ্য জানিয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, উপবৃত্তি প্রদানের নিমিত্ত EESP MIS সিস্টেমের লাইভ সার্ভারে অনুদানভুক্ত ১৫১৯টি স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার তথ্য প্রদান করতে হবে। অনুদানভুক্ত ১৫১৯টি স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসায় অধ্যয়নরত শিক্ষার্থীদের (ইবতেদায়ী ১ম শ্রেণি হতে ৫ম শ্রেণি পর্যন্ত) উপবৃত্তি প্রদানের প্রস্তাবে যথাযথ কর্তৃপক্ষের সদয় নীতিগত অনুমোদন
রয়েছে। 

উক্ত অনুমোদনের আলোকে অর্থ বিভাগ কর্তৃক বাস্তবায়নাধীন iBAS++ এর মাধ্যমে জিটুপি পদ্ধতিতে উপবৃত্তি প্রদান কার্যক্রম চলমান রয়েছে। এমতাবস্থায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারগণকে EESP MIS সিস্টেমের লাইভ সার্ভারের নিম্নলিখিত লিংকে প্রবেশ করে সময়সীমা বৃদ্ধিপূর্বক ১ জুনের (বিকাল ৫টা পর্যন্ত) মধ্যে প্রেরণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। 

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারগণকে ইউজার আইডি মুঠোফোনে এসএমএস এর মাধ্যমে প্রেরণ করা হয়েছে যার ডিফল্ট পাসওয়ার্ড Abc@1234 উক্ত পাসওয়ার্ড ব্যবহার করে লগইন করে বাধ্যতামূলক ভাবে পাসওয়ার্ড চেঞ্জ করতে হবে এবং পরবর্তী ধাপের জন্য ইউজার আইডি ও পাসওয়ার্ড সংরক্ষণ করতে হবে। এমতাবস্থায় উপজেলায় যতগুলো অনুদানভুক্ত স্বতন্ত্ৰ ইবতেদায়ি মাদ্রাসা আছে সেগুলোর তালিকা দেখা যাবে এবং প্রতিষ্ঠানগুলোর তথ্য সংশোধন, সংযোজন, বিয়োজন করা যাবে।

যে সকল উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারগণ EESP MIS সিস্টেমের লাইভ সার্ভারে প্রবেশের জন্য USER ID পাননি অথবা বদলি জনিত কারণে USER ID পরিবর্তন প্রয়োজন অথবা ভিন্ন উপজেলায় অতিরিক্ত দায়িত্ব পালনের নিমিত্ত একাধিক USER ID প্রয়োজন তাদের https://forms.gl/PsmFhpTWgXKKCw4K9 লিংকে প্রয়োজনীয় তথ্য প্রদানের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।


সর্বশেষ সংবাদ

X
APPLY
NOW!