দুপুর ২টার মধ্যে দাবি না মানলে আরও কঠোর কর্মসূচি ইবতেদায়ি শিক্ষকদের

আন্দোলনরত ইবতেদায়ি শিক্ষকরা
আন্দোলনরত ইবতেদায়ি শিক্ষকরা  © সংগৃহীত

চাকরি জাতীয়করণের দাবিতে রাজধানীর শাহবাগে কয়েকদিন ধরেই কর্মসূচি পালন করছেন স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষকরা। আজ মঙ্গলবার (২৮ জানুয়ারি) দুপুর ২টার মধ্যে জাতীয়করণের ঘোষণা না পেলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তরার। একই দিন সকাল থেকে দশম দিনের মতো শাহাবাগে অবস্থান নিয়ে এ হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনরত শিক্ষকরা।

আন্দোলনরত শিক্ষকরা বলছেন, একই পাঠ্য বই পড়ানো হচ্ছে প্রাথমিক বিদ্যালয়ে। কিন্তু প্রাথমিকের শিক্ষকদের মতো বেতন ভাতা পান না তারা। এজন্য জাতীয়করণের এক দফা দাবিতে রাস্তায় নামতে বাধ্য হয়েছেন তারা। আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশি নির্যাতন করা হয়েছে। অনেকে সেদিন আহত হয়েছেন। আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। ১০ হাজার মাদ্রাসার ৫০ হাজার শিক্ষক মানবেতর জীবনযাপন করছেন। মূলত আমাদের সাথে যে বৈষম্য হচ্ছে তারই সমাধানের জন্য আমরা রাস্তায় নেমেছি। দাবি আদায় করেই রাস্তা ছাড়বো বলে জানান আন্দোলনরত শিক্ষকরা।

প্রসঙ্গত, গত ১৯ জানুয়ারি থেকে রাজধানীর প্রেস ক্লাবের সামনে অবস্থান নিয়ে শিক্ষকেরা জানিয়েছিলেন, ১৫ হাজার মাদরাসার ৭৫ হাজার শিক্ষক বর্তমানে মানবেতর জীবনযাপন করছেন। প্রাথমিক বিদ্যালয়ের মতো সারা দেশের স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসাগুলো জাতীয়করণের দাবিতে বছরের পর বছর আন্দোলন করে আসছেন শিক্ষকেরা। তাদের দাবি, প্রাথমিক বিদ্যালয়ের নীতিমালা মেনে শিক্ষা কার্যক্রম চালানো হলেও কোনো ইবতেদায়ি মাদ্রাসা জাতীয়করণ করা হয়নি। যত দ্রুত সম্ভব মাদরাসাগুলো জাতীয়করণ করতে হবে। পরে রোববার (২৬ জানুয়ারি) প্রেস ক্লাব থেকে প্রধান উপদেষ্টার কার্যালয় অভিমুখে পদযাত্রা ও স্মারকলিপি দেওয়ার কর্মসূচি ঘোষণা করেছিলেন আন্দোলনরত শিক্ষকেরা। তবে জাতীয় প্রেস ক্লাব থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতর দিয়ে শাহবাগ থানার সামনে পৌঁছালে পুলিশের বাধার মুখে পড়েন তারা। ওই সময় তাদের ওপর জলকামান নিক্ষেপ ছাড়াও লাঠিচার্জ করা হয়। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence