গোসলে নেমে নিখোঁজ মাদ্রাসাছাত্র, ৩২ ঘণ্টা পর মরদেহ উদ্ধার
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০১ জুন ২০২৪, ১১:৪৫ AM , আপডেট: ০১ জুন ২০২৪, ১১:৫৪ AM
খুলনায় রূপসা নদীতে গোসল করতে নেমে নিখোঁজের ৩২ ঘণ্টা পর এক মাদ্রাসাছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৩১ মে) রাত সাড়ে ৯টার দিকে পূর্ব রূপসা ঘাট এলাকা থেকে মো. শাহ দিশান কবীর (১৬) নামের ওই ছাত্রের মরদেহ উদ্ধার করা হয়।
এর আগে বৃহস্পতিবার (৩০ মে) দুপুর সোয়া ১টার দিকে পূর্ব রূপসা বাজার ঘাট এলাকার অদূরে গোসল করতে নেমে নিখোঁজ হয় দিশান। সে খুলনা মহানগরীর নিউমার্কেট এলাকার হুমায়ুন কাবীরের ছেলে।
রূপসা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. নুরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, রাত সাড়ে ৯টার দিকে পূর্ব রূপসা ঘাট পল্টুন এলাকা থেকে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা উদ্ধার করে। মরদেহ উদ্ধারের পর তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের প্রস্তুতি চলছে।
স্থানীয়দের সূত্রে জানা যায়, নগরীর আহসান আহমেদ রোড এলাকার তাবলীকুল কুরআন একাডেমি মাদ্রাসার হেফজখানায় পড়ুয়া চার বন্ধু মাদ্রাসা থেকে পালিয়ে রূপসা নদীতে নৌকা যোগে ঘুরতে থাকে। একপর্যায়ে তারা পূর্ব রূপসা বাজার ঘাটের অদূরে নদীতে নেমে গোসল করতে থাকে। চার বন্ধুর দুইজন সাঁতার জানলেও অপর দুইজন সাঁতার জানতো না। নদীর তীরে চার বন্ধু গোসল করতে নেমে ২ জন নদীর স্রোতে ভেসে যাচ্ছিল। এসময় স্থানীয়দের সহযোগিতায় তিন বন্ধু তীরে উঠলেও দিশান পানিতে তলিয়ে যায়।