নিখোঁজ মাদ্রাসাছাত্র জিশানের সন্ধান চায় পরিবার

বামে মাহমুদুর রহমান জিশান, ডানে জিডি কপি
বামে মাহমুদুর রহমান জিশান, ডানে জিডি কপি  © টিডিসি ফটো

মাহমুদুর রহমান (জিশান) নামের ১৪ বছরের এক কিশোর কুমিল্লার সদর দক্ষিণ থানা ও কুমিল্লা সিটি কর্পোরেশনের ২৫ নং ওয়ার্ডে অবস্থিত গ্রামচৌয়ারা আত্তাক্বওয়া তাহফিজুল কুরআন মাদ্রাসা ও এতিমখানা থেকে হারিয়ে গেছে। শনিবার (২৮ অক্টোবর) বেলা ১১টার পর থেকে সে নিখোঁজ হয়।

জিশানের গায়ের রং শ্যামলা, উচ্চতা আনুমানিক ৫ ফুট ২ ইঞ্চি, মুখমণ্ডল লম্বাকৃতির। নিখোঁজ হওয়ার সময় তার পড়নে ছিল হালকা ঘিয়া রঙের পাঞ্জাবি ও পাইজামা। এ ঘটনায় ৩১ অক্টোবর কুমিল্লার সদর দক্ষিণ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নম্বর ১৮০০) করা হয়েছে।

জিশানের বড় ভাই আশিক জানান, জিশান গ্রামচৌয়ারায় হাফেজিয়া মাদ্রাসায় পড়তো। তার হিফজ প্রায় ২২/২৩ পাড়া শেষ। শনিবার সন্ধ্যায় বড় হুজুর ফোন দিয়ে জানান সকালের দিকে কাউকে কিছু না বলে মাদ্রাসা থেকে বের হয়ে গেছে জিশান। রাতে মাদ্রাসায় না ফেরায় আত্মীয় স্বজনসহ সম্ভাব্য সব জায়গায় খোঁজ করা হয়েছে। কিন্তু তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কোথায় গেছে তাও জানি না। এখন পর্যন্ত বেঁচে আছে না মরে গেছে তাও জানি না। আমাদের পক্ষ থেকে খোঁজাখুঁজির চেষ্টা অব্যাহত আছে।

কেউ মাহমুদুর রহমান জিশানের সন্ধান পেলে অনুগ্রহপূর্বক যোগাযোগ করতে বিনীত অনুরোধ করেছে তার পরিবার।

মুঠোফোনে যোগাযোগ: ০১৯৬৭-১১৩৩৭৭ আশিক (জিশানের বড়ভাই) ও ০১৮৭৮-৭২৪৯০৩ মাছুম (জিশানের ছোটভাই)
ঠিকানা: গনেশপুর শাহালম মেম্বার বাড়ি /ধামতী তাজমন্দের বাড়ি, দেবিদ্বার, কুমিল্লা।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence