মাদ্রাসা শিক্ষাকে আধুনিক ও যুগোপযোগী করছে সরকার: ড. সলিম উল্লাহ 

ড. মো. সলিম উল্লাহ
ড. মো. সলিম উল্লাহ  © টিডিসি ফটো

মাদ্রাসা শিক্ষার মান উন্নয়নে কাজ করা হচ্ছে। মাদ্রাসা শিক্ষাকে আধুনিক ও যুগোপযোগী করেছে বর্তমান সরকার। এই শিক্ষা মান উন্নয়ন হিসেবে গড়ে তুলতে সরকারের একক প্রচেষ্টায় সম্ভব নয়, তাই সকলের সহযোগিতা প্রয়োজন।

রবিবার (১১ জুন) দুপুর ২টা হাইমচর উপজেলা গণ্ডামারা এবিএস ফাজিল মাদ্রাসা অডিটরিয়াম হল রুমে নবগঠিত কমিটির প্রথম সভায় মাদ্রাসার নবনির্বাচিত কমিটির সভাপতি শিক্ষানুরাগী ও সমাজসেবক ড. মো. সলিম উল্লাহ এ কথা বলেন।

তিনি আরও বলেন, মাদ্রাসা শিক্ষার্থীদের মান সম্মত শিক্ষায় শিক্ষিত করতে পারলে সমাজ তথা দেশের উন্নয়ন ত্বরান্বিত হবে। কারণ আজকের শিক্ষার্থীরা আগামীতে দেশ পরিচালনা করবে। তাই তাদের উপযুক্ত হিসাবে গড়ে তুলতে হবে।

সভাপতি  বলেন, এই মাদ্রাসা উন্নয়নে আমি সব সময় আমার চেষ্টা অব্যাহত থাকব। শতাব্দীর ঐতিহ্যবাহী এই প্রতিষ্ঠানটি শিক্ষার মানোন্নয়ন এবং যুগ উপযোগী এবং আধুনিক সুশিক্ষা অর্জনে আরও একধাপ এগিয়ে যাবে। তিনি শিক্ষক ও এলাকাবাসীর সহযোগিতা কামনা করেন।

এসময় মাদ্রাসা অধ্যক্ষ ও  উপাধ্যক্ষ সহ গভর্নিং বডির অন্যান্য সদস্যবৃন্দ ও শিক্ষক প্রতিনিধি উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ১৩ এপ্রিল ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের উপ- রেজিস্টার ড. মো. আবু হানিফ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ড. মো. সলিম উল্ল্যাহ কে গণ্ডামারা এবিএস ফাজিল মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি হিসেবে মনোনীত করা হয়।


সর্বশেষ সংবাদ