ভাষা উৎসবের আয়োজন করেছে তামীরুল মিল্লাত মাদ্রাসা

১৭ ফেব্রুয়ারি ২০২৩, ১১:১২ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০২:২৪ PM
ভাষা উৎসবের আয়োজন করেছে তামীরুল মিল্লাত মাদ্রাসা

ভাষা উৎসবের আয়োজন করেছে তামীরুল মিল্লাত মাদ্রাসা © টিডিসি ফটো

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে তামীরুল মিল্লাত কামিল মাদ্রাসার টঙ্গী শাখায় ভাষা উৎসবের আয়োজন করা হয়েছে। ভাষার জন্য জীবন দেয়া শহীদদের তাৎপর্য তুলে ধরতে শিক্ষার্থী ও তামীরুল মিল্লাত কেন্দ্রীয় ছাত্র সংসদের (টাকসু) যৌথ উদ্যোগে এ উৎসবের আয়োজন করা হয়েছে। 

আগামী মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারী) মাদ্রাসার অডিটোরিয়াম হলে এ ভাষা উৎসব অনুষ্ঠিত হবে। এ উৎসবে থাকছে প্রতিযোগিতার ব্যবস্থাও। মাত্র ২০ টাকা রেজিষ্ট্রেশন ফি দিয়ে তামীরুল মিল্লাত কামিল মাদ্রাসার শিক্ষার্থীরা এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন।

ভাষা উৎসবের আয়োজক কমিটি জানিয়েছেন, মোট দুই ক্যাটাগরিতে তিন ধরনের বিষয়বস্তু নিয়ে ভাষা উৎসবের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। তিনটি ধরনের মধ্যে বক্তৃতা (মাতৃভাষা দিবস), হাতের লেখা প্রতিযোগিতা ও কুইজ প্রতিযোগিতা।

দুই ক্যাটাগরির মধ্যে ৮ম হতে ১০ম শ্রেণির ‘ক’ বিভাগ এবং আলিম হতে কামিল শ্রেণিকে ‘খ’ বিভাগে ভাগ করা হয়েছে। প্রতি গ্রুপ থেকে সকল ইভেন্টে তিনজন করে মোট ১৮ জন প্রতিযোগীকে পুরস্কৃত করা হবে। 

অনুষ্ঠিতব্য ভাষা উৎসব প্রতিযোগিতায় শুধু তামীরুল মিল্লাত কামিল মাদ্রাসার শিক্ষার্থীরাই অংশগ্রহণ করতে পারবেন। ফরম সংগ্রহ করতে নির্দিষ্ট শ্রেণির শ্রেণি প্রতিনিধি (ক্লাস ক্যাপ্টেইন), হাজী শরীয়তুল্লাহ হল ও শহীদ মীর নিসার আলী তিতুমীর হল থেকে ফরম সংগ্রহ করা যাবে।

এ বিষয়ে ভাষা উৎসবের আয়োজক কমিটি সদস্যরা বলেন, ১৯৫২ সালে বাঙালি জাতি নিজেদের রক্ত দিয়ে সারা বিশ্বকে শিখিয়েছে বাংলা ভাষা হলো ভালোবাসার ভাষা। ভাষার শিক্ষা ও নিজ ভাষার প্রতি ভালোবাসায় উদ্বুদ্ধকরণে তামীরুল মিল্লাতে এ ভাষা উৎসবের আয়োজন করা হয়েছে।

তামীরুল মিল্লাত কামিল মাদরাসা টঙ্গী ক্যাম্পাসের বাংলা বিভাগের অধ্যাপক আবুল কালাম আজাদ ডেইলি ক্যাম্পাসকে বলেছেন, ভাষা একটি দেশের সাংস্কৃতিক ঐতিহ্যের ধারক ও বাহক। আর এই সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে ভাষা হচ্ছে শক্তিশালী হাতিয়ার।

সাজেশনের নামে ভাইবার আগে টাকা আদায়ের অভিযোগ
  • ৩০ জানুয়ারি ২০২৬
এনসিপির ইশতেহারে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য য…
  • ৩০ জানুয়ারি ২০২৬
শীত নিয়ে যে দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস
  • ৩০ জানুয়ারি ২০২৬
রুয়েটে আন্তর্জাতিক কনফারেন্সের উদ্বোধন 
  • ৩০ জানুয়ারি ২০২৬
আইইএলটিএস-জিআরই পরীক্ষায় অংশগ্রহণে সহজ শর্তে ঋণ দিতে চায় এন…
  • ৩০ জানুয়ারি ২০২৬
সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে যা বললেন জামায়াত আমির
  • ৩০ জানুয়ারি ২০২৬