নব বৈশাখ

১৪ এপ্রিল ২০২৫, ১১:৫৩ AM , আপডেট: ৩০ জুন ২০২৫, ১১:২১ AM
নব বৈশাখ

নব বৈশাখ

বৈশাখ লারাশাক এক সাথে-রে,
পান্তাভাত ইলিশ ভাজা বৈশাখ-রে।
বঙ্গবাসী সবাই খুশি পাইয়া তারে,
নবীন যৌবন করে বরণ এই সময়-রে।

বৈশাখ স্মৃতি বৈশাখ প্রীতি বৈশাখী গান,
তার আনন্দে জাগে ছন্দে নব নওজোয়ান।
নৃত্যের তালে আঙিনাতে বসেছে তার মেলা,
করিতে বরণ রাখিতে স্মরণ বসেছে বাউল জটলা।

দুঃখ ফেলে সুখ নিয়ে কোলে এল বৈশাখ,
তার বরণে তার স্মরণে মানুষ জাগে লাখ লাখ।
খুশির রশি বেয়ে বহুকাল পেরিয়ে আসে বাংলায়,
তাই তো নওজোয়ান গাইছে গান বৈশাখী মেলায়।

বৈশাখ এল, ধূম পড়িল বসল লোকজ মেলা,
দামাদামিতে ডুবিল রবি, কিনতে পাতি-কুলা।
চিড়া-মুড়ি খৈ–বাতাসা, খাবার এবার পালা,
নানা আয়োজনে শুরু হলো উৎসব মেলা।

শুরু হলো নব আনন্দ সারাটা দিনব্যাপী,
জারি-সারি আর মারফতি, লিখল নবীন কবি।
স্থানে স্থানে শুনি ধ্বনি, জারি পালা কবি গান
হে বৈশাখী তুমি আসো, এ মোর আহ্বান।

বৈশাখী আগমনে নবীন যৌবনে পায় ফুল ফল,
ফলের সমারোহে ফুলের পাপড়িতে আনন্দ ঝলমল।
বাদলে ভিজে আমতলাতে যাইতে সবার শখ,
মেতে উঠিল আম কুড়াতে বালিকা-বালক।

তার আগমনে প্রকৃতি নব হয়ে উঠে,
নব হয় মাঠ ঘাট পুষ্পবাগে ফুল ফুটে।
বৈশাখ আসে ফুলেরা হাসে নব আয়োজনে,
বন-জঙ্গলে গাছের আড়ালে মেতে উঠে পাখিরা গানে।

বৈশাখী বাসর হয়েছে আসর গ্রামবাংলায়।
পুরোনো কথা পুরোনো ব্যথা মনে করে দেয় আমায়।
বঙ্গের ঐতিহ্য বঙ্গের বুলি তুলে ধরে সেথায়,
তারি আনন্দতে নিয়ে সঙ্গী সাথে বাঙালি দিন কাটায়।

লোকেরা জটলা বেঁধে আসে, আঙিনাতে দেখে নব সাখী,
প্রভাত হয়েছে লোকালয় ভরেছে ‌নব-সূর্য ওঠে দেখি।
আনন্দে মাতোয়ারা গান গায় জোয়ানরা হয়ে খুশি
রাখাল ছেলে বসিয়া আইলে প্রাণ খুলে বাজায় বাঁশি।

নব জীবনে গাহিয়া গান তারে করে নিমন্ত্রণ,
ঊষা হতে গোধূলিতে দোলা লাগে সারাক্ষণ।
হাজার তরুণী স্বাগত জানায় সাজিয়ে খোঁপায় ফুল,
বাউল আর ভাটিয়ালি গানে হলো যৌবন নদীকূল।

বৈশাখ আমার নতুন জীবন, প্রিয়ার মতো-রে
আশায় থাকি তার লাগি, কখন আসবে ওরে
পরাণখানি হলো যে বেশ হে বৈশাখী,
দ্বাদশ মাসে বটমূলে বসে করি ডাকাডাকি।

খেলতে খেলতে গেল যে বেলা হে নববর্ষ,
ঘুমের স্বপনে বাজে মনে তোমায় করতে স্পর্শ।
যখন আসে ক্লান্ত আর শান্ত থাকি উন্মনা,
কত ধন্য যতই তাড়া করি, তুমি মোরে ভোলো না।

২০২৬ সাল ‘যুদ্ধ ও ধ্বংসের’ বছর, বাবা ভাঙ্গার আলোচিত কিছু ভব…
  • ১২ জানুয়ারি ২০২৬
আগামী নির্বাচনের ফলাফলে কেন 'প্রভাবক' হয়ে উঠতে পারেন সুইং ভ…
  • ১২ জানুয়ারি ২০২৬
যশোরের বিদেশি অস্ত্রসহ যুবক আটক
  • ১২ জানুয়ারি ২০২৬
মোবাইল ও ইন্টারনেট ব্যবহার করেন না যেসব কারণে
  • ১২ জানুয়ারি ২০২৬
৬০০ টাকা নিয়ে বিরোধে প্রাণ গেল যুবকের
  • ১২ জানুয়ারি ২০২৬
এইচএসসি পাসে নিউরো মেডিসিন বিশেষজ্ঞ, রোগী দেখতেন দুই জেলায়
  • ১২ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9